English Version
আপডেট : ১৪ জানুয়ারি, ২০২২ ০৭:২৪

বাড়ছে আতঙ্ক: বৃহৎ পরিসরে যুদ্ধ বিমান উৎপাদনে যাচ্ছে তুরস্ক

অনলাইন ডেস্ক
বাড়ছে আতঙ্ক: বৃহৎ পরিসরে যুদ্ধ বিমান উৎপাদনে যাচ্ছে তুরস্ক

নিজেদের তৈরি হালকা যুদ্ধবিমান হুরজেট বৃহৎ পরিসরে উৎপাদন করবে তুরস্ক। দেশটির প্রতিরক্ষা শিল্প এক্সিকিউটিভ কমিটি বুধবার এ সিদ্ধান্ত নিয়েছে।

হুরজেট বিমানটি হচ্ছে পঞ্চম প্রজন্মের প্রশিক্ষণ বিমান। এই বিমানের আধুনিক ককপিটে থাকবে অত্যাধুনিক মিশন কম্পিউটার। তাছাড়া এই বিমানে থাকবে রাডার, সূক্ষ্মভাবে আক্রমণ করার সিস্টেম। বিমানটির পাইলট সহজেই আকাশে ও মাটিতে যোগাযোগ করতে পারবে। যার কারণে হুমকি ও ঝুঁকি কমে আসবে।

হুরজেটের এই বিমানগুলো বর্তমানে তুরষ্কের বিমানবাহিনীতে থাকা টি-৩৮ প্রশিক্ষণ বিমানের জায়গায় ব্যবহার করা হবে। নিজেদের চাহিদা মিটিয়ে বাইরের দেশগুলোতেও রপ্তানি করা হবে।হুরজেট সম্পূর্ণ তুরস্কে তৈরি। এটির ডিজাইন, উৎপাদন সবই করছে দেশটি। ২০২৩ সালে এই বিমানটিকে আকাশে উড়তে দেখা যাবে। হুরজেট বিমান তৈরির ব্যপারে ২০১৭ সালে সিদ্ধান্ত নেয়া হয়।

সূত্র: ডেইলি সাবাহ