English Version
আপডেট : ২ জানুয়ারি, ২০২২ ১৪:০৭

ইরানের পরমাণু ইস্যুতে অগ্রগতির খবর দিল ইউরোপীয় দেশগুলো

অনলাইন ডেস্ক
ইরানের পরমাণু ইস্যুতে অগ্রগতির খবর দিল ইউরোপীয় দেশগুলো

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা একটি চুক্তির দিকে অগ্রসর হচ্ছে। একই সঙ্গে প্রথমবারের মতো ইউরোপীয় আলোচকরা ভিয়েনা সংলাপে অগ্রগতি হচ্ছে বলে খবর দিয়েছেন।

আমেরিকার জাতীয় বেতার এনপিআর-এর ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। খবরে বলা হয়েছে, গত কয়েক মাস ধরে ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে গেলেও এই প্রথমবার ইউরোপীয় দেশগুলো বলছে যে, আলোচনায় অগ্রগতি অর্জিত হয়েছে। তবে, প্রতিবেদনে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানানো হয়নি। 

এদিকে ভিয়েনায় চলমান অষ্টম দফা সংলাপে এই মুহূর্তে ইংরেজি নববর্ষের ছুটি চলছে। ছুটির পর আগামীকাল সোমবার থেকে আবার সংলাপ শুরু হবে। আলোচনায় অংশগ্রহণকারী কোনো কোনো সূত্র জানিয়েছে, এ সংলাপ থেকে ফেব্রুয়ারি মাস আসার আগেই একটি চুক্তি সই হতে পারে।প্রসঙ্গত, ২০১৫ সালে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের একটি পরমাণু সমঝোতা চুক্তি সই হয়। তবে, ২০১৮ সালের মে মাসে এই চুক্তি থেকে একতরফা ভাবে বেরিয়ে যায় তৎকালীন মার্কিন সরকার। ফলে ওই সমঝোতা চুক্তি অচলাবস্থার সম্মুখীন হয়।