English Version
আপডেট : ১৩ ডিসেম্বর, ২০২১ ১২:৫১

করোনা আক্রান্ত সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক
করোনা আক্রান্ত সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট

সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার কোভিড-১৯ শনাক্ত হয়েছে। তার মৃদু উপসর্গ দেখা দিয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন।

কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানা যায়, রোববার সাবেক রাষ্ট্রপতি এফ ডব্লিউ ডি ক্লার্কের সমাধিতে রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রামাফোসা। ফেরার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। যদিও তিনি করোনাভাইরাস প্রতিরোধী টিকা নিয়েছেন।

৬৯ বছর বয়সী এই নেতা বর্তমানে কেপটাউনেই আইসোলেশনে আছেন। সাউথ আফ্রিকার সশস্ত্র বাহিনীর স্বাস্থ্য বিভাগ তার স্বাস্থ্যের দেখভাল করছে।

তবে তিনি ওমিক্রনে আক্রান্ত হয়েছেন কি না তা প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয়নি।

আপাতত প্রেসিডেন্ট রামাফোসা সব দায়িত্ব সাময়িকভাবে ডেপুটি প্রেসিডেন্ট ডেভিড মাবুজাকে দিয়েছেন।