English Version
আপডেট : ২৬ অক্টোবর, ২০২১ ২০:৫৩

আজারবাইজানের বিমানবন্দর উদ্বোধন করলেন এরদোগান

অনলাইন ডেস্ক
আজারবাইজানের বিমানবন্দর উদ্বোধন করলেন এরদোগান

আজারবাইজানের ফুজুলি শহরে আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। 

মঙ্গলবার কারাবাখ অঞ্চলে দেশটির প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে যৌথভাবে ফিতা কেটে ওই বিমানবন্দর উদ্বোধন করেন তিনি। এরপর তারা বিমানবন্দর পরিদর্শন করেন।

আজারবাইজানের ফুজুলি শহরের ওই আন্তর্জাতিক বিমানবন্দরটির নির্মাণ কাজ ৮ মাসে সম্পন্ন হয়। আর্মেনিয়ার সঙ্গে যুদ্ধে বিজয়ী হওয়ার পর নির্মিত হওয়া প্রথম বিমানবন্দর এটি। বিমানবন্দর নির্মাণে অংশ নিয়েছিল তুর্কি কোম্পানিগুলোও।বিমানবন্দরটি শুশা থেকে প্রায় ১০০ কিলোমিটার এবং রাজধানী বাকু থেকে ৩০০ কিলোমিটার দূরে।