English Version
আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০২১ ১৮:৫৩

বিদেশি শ্রমিকদের ভিসা ও ইকামার মেয়াদ বাড়ালো সৌদি

অনলাইন ডেস্ক
বিদেশি শ্রমিকদের ভিসা ও ইকামার মেয়াদ বাড়ালো সৌদি

বিদেশি শ্রমিকদের ভিসা ও আবাসিক অনুমোদনের (ইকামা) মেয়াদ ৩০ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে সৌদি আরব। আরব নিউজের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়, এটি সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে হবে। মেয়াদ বাড়ানোর জন্য কাউকে পাসপোর্ট অধিদপ্তরে যেতে হবে না এবং কোনো বাড়তি ফিও দিতে হবে না ।

করোনাভাইরাস মহামারির প্রভাব মোকাবিলায় সরকারের ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে দেশটির অর্থমন্ত্রী ভিসার মেয়াদ বৃদ্ধির এই নির্দেশনা বাস্তবায়ন করছেন। সৌদি আরবের নাগরিক এবং প্রবাসী কর্মীদের সুরক্ষা ও অর্থনৈতিক প্রভাব লাঘবে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।