English Version
আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০২১ ০৯:৫৮

টিকটকে জনপ্রিয় হতে সন্তানদের ভয় দেখাচ্ছেন মা, বিচ্ছেদের নোটিস স্বামীর

অনলাইন ডেস্ক
টিকটকে জনপ্রিয় হতে সন্তানদের ভয় দেখাচ্ছেন মা, বিচ্ছেদের নোটিস স্বামীর

লন্ডনের এক যুবকের অভিযোগ টিকটক ভিডিয়ো করে জনপ্রিয় হতে দুই সম্তানকে ভয় দেখাচ্ছেন স্ত্রী। এমন পরিস্থিতিতে স্ত্রীকে বিবাহবিচ্ছেদের নোটিস পর্যন্ত পাঠিয়েছেন তিনি। তাতেও স্ত্রীরর কোনও হেলদোল নেই। এমনকি এই ঘটনা নিয়েও ভিডিয়ো বানিয়েছেন স্ত্রী।

যুবক বলেছেন, আমার স্ত্রী টিকটক ভিডিও করার নামে ৬ বছরের মেয়ে ও এক বছরের ছেলেকে ভয় দেখায়। তারা ভয় পেলে স্ত্রী হাসে।‘আমি বার বার তাকে নিষেধ করেছি। কিন্তু আমার কথা শোনেনি। এমনকি রাতে আমার সন্তানদের ঘুমের মধ্যেও ভয় দেখায় আমার স্ত্রী। অনেক সহ্য করেছি। আর নয়।’ তার দাবি, তার স্ত্রীর নেটমাধ্যমের প্রতি খুব আসক্ত। যে কোনো বিষয়কেই তিনি গুরুত্ব দিয়ে দেখেন না। তাই সন্তানদের সুরক্ষার কথা ভেবেই তালাকের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তাকেও সমর্থন করেছেন সবাই।