English Version
আপডেট : ১১ সেপ্টেম্বর, ২০২১ ১২:০১

লেবাননে নতুন সরকার গঠনের ঘোষণা

অনলাইন ডেস্ক
লেবাননে নতুন সরকার গঠনের ঘোষণা

লেবাননে অচলাবস্থার নিরসনে নতুন সরকার গঠনের ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মিশেল আউন। দীর্ঘ ১৩ মাস পর পার্লামেন্টের স্পিকারের উপস্থিতিতে প্রেসিডেন্ট আউন ও প্রধানমন্ত্রী নাজিব মিকাতি একটি অধ্যাদেশে স্বাক্ষর করেন।

এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট। বলা হয়েছে, লেবানন দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে কোনো সরকার ছিল না। দেশটি তীব্র অর্থনৈতিক মন্দায় রয়েছে। আজ শুক্রবার (১০ সেপ্টেম্বর) লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন, প্রধানমন্ত্রী নাজিব মিকাতি একটি অধ্যাদেশে স্বাক্ষর করে দেশটিতে নতুন সরকার গঠন করেছেন। এ সময় লেবাননের পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরি উপস্থিত ছিলেন। লেবাননের প্রেসিডেন্টের দফতর থেকে এসব তথ্য দেয়া হয়েছে। সংবাদমাধ্যমকে প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেন, পরিস্থিতি খুবই কঠিন। তবে যদি আমরা লেবানিজ হিসেবে একত্রিত হই, তাহলে কোনোকিছুই অসম্ভব নয়। আমাদের হাতগুলো একসঙ্গে করতে হবে। আমরা সবাই আশা এবং দৃঢ়তার সহিত একসঙ্গে কাজ করতে যাচ্ছি।

তার আগে কারা কারা মন্ত্রীসভায় থাকছেন, সেটির একটি চূড়ান্ত তালিকা প্রেসিডেন্ট মিশেল আউনকে দেখান স্পিকার নাবিহ বেরি। এর পরই তার সঙ্গে সাক্ষাৎ করতে প্রেসিডেন্ট ভবনে যান তিনি। পরে সংবাদ সম্মেলনে নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করা হয়। লেবাননের পূর্ববর্তী সরকারের মতো, এই সরকারের গুরুত্বপূর্ণ পদেও নতুনদের নিয়ে আসা হয়েছে। খবর আল-জাজিরা।

গত বছরের (৪ আগস্ট) দুই দফায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে লেবাননের রাজধানী বৈরুত। বিস্ফোরণ এতই শক্তিশালী ছিল যে ২৪০ কিলোমিটার দূরে সাইপ্রাস থেকেও কম্পন অনুভূত হয়েছে। এই ধ্বংসলীলায় শতাধিক মানুষ প্রাণ হারান। ক্ষতি হয় শত শত কোটি ডলার। গুদামে মজুত থাকা রাসায়নিক পদার্থ ‘অ্যামোনিয়াম নাইট্রেট’ থেকেই বিস্ফোরণ ঘটে।