English Version
আপডেট : ৩০ আগস্ট, ২০২১ ১১:৩৬

ভারতে পাঁচদিন ধরে করোনা সংক্রমণ ৪০ হাজারের উপরে

অনলাইন ডেস্ক
ভারতে পাঁচদিন ধরে করোনা সংক্রমণ ৪০ হাজারের উপরে

পাঁচ দিন ধরে ভারতের দৈনিক করোনা সংক্রমণ ৪০ হাজারের বেশি থাকছে। গত ২৪ ঘণ্টায় ভারতে আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ৯০৯ জন, যা রোববারের তুলনায় হাজার দু’য়েক কম। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, ভারতে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ২৭ লাখ ৩৭ হাজার ৯৩৯ জন। খবর আনন্দবাজার অনলাইনের।

সংক্রমণের পাশাপাশি কমেছে ভারতের দৈনিক মৃত্যু। গত ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যু হয়েছে ৩৮০ জনের। পুরো মহামারি পর্বে করোনাভাইরাস মোট প্রাণ কেড়েছে ৪ লাখ ৩৮ হাজার ২১০ জনের।

আক্রান্ত এবং মৃতের সংখ্যা কমলেও বেড়েছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ভারতে সক্রিয় রোগী বেড়েছে ৭ হাজার ৭৬৬। আগস্টের মাঝামাঝি সময়ে সক্রিয় রোগীর সংখ্যা ৩ দশমিক ২০ লাখের নিচে নেমেছিল। কিন্তু গত কয়েকদিন ধরে তা বেড়েই চলেছে। ভারতে এখন সক্রিয় রোগী রয়েছেন ৩ লাখ ৭৬ হাজার ৩২৪ জন।

ভারতের মধ্যে সবথেকে বেশি সংক্রমণ হচ্ছে কেরালায়। গত ২৪ ঘণ্টায় দক্ষিণের এ রাজ্যে আক্রান্তের সংখ্যা ২৯ হাজার ৮৩৬। দ্বিতীয় স্থানে থাকা মহারাষ্ট্রে (৪,৬৬৬) আক্রান্ত কেরালার তুলনায় অনেক কম।

এরপর ক্রমান্বয়ে রয়েছে অন্ধ্রপ্রদেশ (১,৫৫৭), তামিলনাড়ু (১,৫৩৮), কর্নাটক (১,২৬২), ওড়িশা (৮৪৯) এবং পশ্চিমবঙ্গ (৬৫০)। বাকি সব রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা ৫০০-র নিচে। তবে উত্তর-পূর্ব ভারতের কয়েকটি রাজ্যের পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি।