English Version
আপডেট : ৩০ আগস্ট, ২০২১ ১১:৩০

লুইজিয়ানায় আইডা আঘাত, অন্ধকারে নিউ অরলিন্স

অনলাইন ডেস্ক
লুইজিয়ানায় আইডা আঘাত, অন্ধকারে নিউ অরলিন্স

ঘণ্টায় ২৪০ কিলোমিটার গতিতে যুক্তরাষ্ট্রে আঘাত হেনেছে হ্যারিকেন আইডা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। স্থানীয় সময় রোববার দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য লুইজিয়ানায় আছড়ে পড়ে এই হ্যারিকেন।

প্রবল শক্তি নিয়ে আছড়ে পড়া এই হ্যারিকেনের গতিবেগ ছিল ঘণ্টায় ১৫০ মাইল (২৪০ কিলোমিটার)। প্রতিবেদনে বলা হয়, হ্যারিকেন আইডা আঘাতের পর নিউ অরলিন্স শহর পুরোপুরি বিদ্যুৎহীন হয়ে পড়েছে। সেখানে এখন কেবল জেনারেটর কাজ করছে।

এছাড়া পূর্বাভাস সত্ত্বেও যেসব মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যাননি, তাদেরকে নিজের বাড়িতেই নিরাপদ আশ্রয়ে অবস্থান করতে বলা হয়েছে।

হ্যারিকেন আইডা আঘাত হানার পর দক্ষিণ-পূর্বাঞ্চলীয় লুইজিয়ানা অঙ্গরাজ্যের সাড়ে সাত লাখেরও বেশি মানুষ এখন বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলছেন, বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক করতে কয়েক সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে।