English Version
আপডেট : ২১ আগস্ট, ২০২১ ১২:০১

প্রয়োজনে তালেবানের সঙ্গে কাজ করবে যুক্তরাজ্য

অনলাইন ডেস্ক
প্রয়োজনে তালেবানের সঙ্গে কাজ করবে যুক্তরাজ্য

প্রয়োজন হলে তালেবানের সঙ্গে যুক্তরাজ্য কাজ করবে বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

শুক্রবার লন্ডনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

বরিস জনসন বলেন, আমি মানুষকে আশ্বস্ত করতে চাই, আফগানিস্তানের জন্য একটি সমাধান বের করতে আমাদের রাজনৈতিক ও কূটনৈতিক প্রচেষ্টা থাকবে। প্রয়োজন হলে অবশ্যই তালেবানের সঙ্গেও আমরা কাজ করব।

এসময় তালেবানের মূল্যায়ন করা হবে তাদের কাজে, কথায় নয় বলেও জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী।