English Version
আপডেট : ৪ আগস্ট, ২০২১ ১১:০০

যুক্তরাষ্ট্রে গোলাগুলির ঘটনায় পেন্টাগন লকডাউন

অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রে গোলাগুলির ঘটনায় পেন্টাগন লকডাউন

যুক্তরাষ্ট্রের পাতাল রেলওয়ে স্টেশনে গোলাগুলির ঘটনায় মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন লকডাউন করে দেওয়া হয়েছে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সামরিক বাহিনীর সদর দফতরের পাশেই গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে মাত্র কয়েক গজ দূরেই ছিল মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দফতর পেন্টাগণের প্রধান প্রবেশ পথ।

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে আরও জানা যায়, পাতাল রেলওয়ে স্টেশনের বেশ কয়েকটি এলাকায় গোলাগুলি হয়। এসময় ওয়াশিংটনের আরলিংটনের কাছে পেন্টাগনের কর্মীদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেয় কর্তৃপক্ষ। 

এক টুইট বার্তায় পেন্টাগনের নিরাপত্তা বহিনীর প্রধান বলেন, 'ট্রানজিট সেন্টারের একটি ঘটনায় পেন্টাগন লকডাউন করা হয়েছে এবং সাধারণ লোকজনকে ওই এলাকা এড়িয়ে চলতে বলা হচ্ছে।'