English Version
আপডেট : ৩১ জুলাই, ২০২১ ১১:১৮

যারা টিকা নেননি তাদের মতোই সমান হারে ডেল্টার সংক্রমণ ছড়াচ্ছেন টিকাপ্রাপ্তরাও!

অনলাইন ডেস্ক
যারা টিকা নেননি তাদের মতোই সমান হারে ডেল্টার সংক্রমণ ছড়াচ্ছেন টিকাপ্রাপ্তরাও!

কোভিডের টিকা নিলেও করোনার ডেল্টা প্রজাতির শিকার হচ্ছেন আমেরিকার বহু বাসিন্দা। তাদের থেকে হয়তো আরও অনেকের মধ্যে জলবসন্তের মতো অতি সহজেই ছড়িয়ে পড়ছে এই ভাইরাস। এমকি, যারা টিকা নেননি, তাদের মতোই প্রায় সমান হারে ডেল্টার সংক্রমণ ছড়াচ্ছেন টিকাপ্রাপ্তরাও। 

আমেরিকার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধক সংস্থা সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)-এর এক অপ্রকাশিত ও অভ্যন্তরীণ সমীক্ষার রিপোর্টে এমনই দাবি করা হয়েছে।

ওই রিপোর্টের বরাত দিয়ে আমেরিকার বিভিন্ন সংবাদমাধ্যম দাবি করেছে, করোনার আলফা রূপের থেকেও দশগুণ বেশি সংক্রামক ডেল্টা। এমনকি, করোনার আদি ধরনের থেকে বহুগুণ ছোঁয়াচে এটি।প্রসঙ্গত, ভারতে প্রথমবার এই (বি.১.৬১৭.২ ডেল্টা) প্রজাতির সংক্রমণ ধরা পড়ায় অনেকের কছে এটি করোনার ‘ভারতীয় রূপ’ বলেই পরিচিত। তবে ভারতের গণ্ডি ছাড়িয়ে তা ইতিমধ্যেই বিশ্বের শতাধিক দেশে ত্রাস ছড়াচ্ছে।