English Version
আপডেট : ২৮ জুলাই, ২০২১ ১২:৫৮

জাপানের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় নেপারতাক

অনলাইন ডেস্ক
জাপানের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় নেপারতাক

জাপানের মূল ভূখণ্ডে আজ বুধবার (২৮ জুলাই) আঘাত হানবে মৌসুমি ঝড় নেপারতক। এর প্রভাবে টোকিও এবং এর আশপাশের এলাকায় রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। দেশটির আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বুধবার আনুমানিক বিকেল ৩টার দিকে কেসেনুমা শহরের কাছে ঝড়টি আঘাত হানবে।

এদিকে, ঘূর্ণিঝড়ের প্রভাবে টোকিওসহ আশপাশের এলাকায় মঙ্গলবার (২৭ জুলাই) তীব্র বাতাসসহ বৃষ্টি হচ্ছে। এই ঘূর্ণিঝড়ের কারণে টোকিও অলিম্পিকে এরইমধ্যে আর্চারি ও সার্ফিংসহ বেশ কিছু খেলার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। উল্লেখ্য, ঘূর্ণিঝড়ের প্রভাবে টোকিও ও এর আশে পাশের এলাকায় ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।