English Version
আপডেট : ২৮ জুলাই, ২০২১ ১২:৪৫

টিকটকের পাশে বাইডেন, বাতিল হচ্ছে নিষিদ্ধ মামলা

অনলাইন ডেস্ক
টিকটকের পাশে বাইডেন, বাতিল হচ্ছে নিষিদ্ধ মামলা

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সরকারের করা নিষেধাজ্ঞার বিরুদ্ধে মামলা করেছিল টিকটক। সেই মামলা এখন তুলে নিতে একমত হয়েছে চীনা প্রতিষ্ঠানের তৈরি অ্যাপ টিকটক ও বাইডেন প্রশাসন। যুক্তরাষ্ট্রের কলম্বিয়ার মার্কিন জেলা আদালতে দায়ের করা এই মামলা বাতিল করার পক্ষে উভয় পক্ষই রাজি হয়।

এই পদক্ষেপ নেওয়া হলো টিকটককে উদ্দেশ্য করে ট্রাম্পের করা ২০২০ সালের নির্বাহী আদেশ প্রত্যাহারের সিদ্ধান্তের পর। আর এই সিদ্ধান্ত নিয়েছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এর ফলে অ্যাপ স্টোরে টিকটককে নিষিদ্ধ করার যে কথা উঠেছিল, সেটি বাতিলই হয়ে গেল বলা চলে।

তবে টিকটক এখনো যুক্তরাষ্ট্রে বিদেশি বিনিয়োগ সম্পর্কিত কমিটির সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে কিভাবে যুক্তরাষ্ট্রে টিকটক ব্যবহারকারীদের ডাটা আরো সুরক্ষিত রাখা যায়।

উল্লেখ্য, টিকটক ডুইয়িন নামেও চীনে পরিচিত। আক্ষরিক অর্থে “গলা কম্পন ছোট ভিডিও” হলো একটি সঙ্গীত ভিডিও প্ল্যাটফর্ম এবং সামাজিক নেটওয়ার্ক। যা সেপ্টেম্বর ২০১৬ সালে চালু করা হয়েছিল। টিকটকের প্রতিষ্ঠাতা ঝাং ইয়েমিং। বর্তমানে এটি এশিয়ার নেতৃস্থানীয় ছোট ভিডিও প্ল্যাটফর্ম এবং বিশ্বব্যাপী সবচেয়ে বড় সঙ্গীত ভিডিও সম্প্রদায় হিসেবে এটি বিশ্বের দ্রুততম ক্রমবর্ধমান অ্যাপ্লিকেশন হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। নাচ, কৌতুক এবং শিক্ষার মতো বিষয়ের ৩ থেকে ৬০ সেকেন্ড পর্যন্ত সময়সীমার বিভিন্ন ধরণের ছোট ভিডিও তৈরি করার সামাজিক যোগাযোগ মাধ্যম হিসাবে এটি ব্যবহৃত হয়।