English Version
আপডেট : ২৬ জুলাই, ২০২১ ১২:৫৯

টানা বৃষ্টিতে লন্ডনে ব্যাপক জলাবদ্ধতা, আতঙ্কে মানুষ

অনলাইন ডেস্ক
টানা বৃষ্টিতে লন্ডনে ব্যাপক জলাবদ্ধতা, আতঙ্কে মানুষ

বজ্রপাত ও টানা ভারী বৃষ্টিপাতে সামার হলিডের সময় লন্ডনে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়। এছাড়া প্রবল বৃষ্টির মধ্যে বজ্রপাতের কারণে মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

রোববার স্থানীয় সময় দুপুর ২ টার পর থেকে বিকাল আনুমানিক ৫ টা পযন্ত মুষলধারে বৃষ্টিতে লন্ডন শহরের অধিকাংশ রাস্থা তলিয়ে যায়। প্রায় সড়কে হাঁটু পযন্ত জলাবদ্ধতা তৈরি হয়। এমন পরিস্থিতিতে প্রায় যায়গায় বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। যার ফলে দীর্ঘ জানজটের সৃষ্টি হয় রাস্থায়। ঘন্টার পর ঘন্টা রাস্থায় যানবাহন দাড়িয়ে থাকতে দেখা যায়। এর আগে গত সোমবার দেশটির আবহাওয়া অফিস ইংল্যান্ডে ঝড় ও বজ্রপাতের সতর্কতা জারি করেছিলো।

সম্পর্কিত খবররোববার সাউথ ইষ্ট লন্ডনে ৭৫ থেকে ১ শত মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।প্রচুর বৃষ্টির কারণে ভূগর্ভস্থ লাইন ক্ষতিগ্রস্থ হয়েছে।দেশটির ফায়ার ব্রিগেড জানিয়েছে, বৃষ্টি চলাকালীন সময়ে প্রায় ৩ শত ফোন কল তারা রিসিভ করেছে। যার মধ্যে বেশ কয়েকটি প্লাবিত বেসমেন্ট রয়েছে। বারকিংয়ে যানচলাচল স্বাভাবিক রাখতে বৃষ্টির মধ্যে ফায়ার সার্ভিসকে কাজ করতে দেখাগেছে। বিভিন্ন ট্রেন স্টেশনে পানি জমে থাকার কারণে যাত্রীরা আটকা পড়েন। কর্মকর্তারা বিপজ্জনক পরিস্থিতিতে ভ্রমন থেকে বিরত থাকতে পরামর্শ দিয়েছেন। বর্তমানে যুক্তরাজ্যে হলিডে থাকায় রবিবার ছুটির দিনে প্রচুর মানুষ রাস্থায় বের হয়ে ভূগান্তিতে পড়েন।।