English Version
আপডেট : ১৭ জুলাই, ২০২১ ১৩:৪২

ফিলিস্তিনিদের স্বাধীনতার লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছেন হানাদি হালাওয়ানি

অনলাইন ডেস্ক
ফিলিস্তিনিদের স্বাধীনতার লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছেন হানাদি হালাওয়ানি

জেরুজালেমে পবিত্র মসজিদ আল-আকসায় ইহুদিবাদীদের আগ্রাসনের বিরুদ্ধে চলমান আন্দোলনের রোল মডেল হানাদি হালাওয়ানি। ইসরাইলি বাহিনী ৬০ বারের বেশি বার গ্রেফতার করেও তাকে দমাতে পারেনি। কয়েক সপ্তাহ আগেও ইসরাইলি দখলদার বাহিনীর হাতে গ্রেফতার হন ফিলিস্তিনি সাহসী নারী হানাদি হালাওয়ানি।

ইহুদিদের হাত থেকে পবিত্র আল-আকসাকে রক্ষার জন্য ফিলিস্তিনি নারীদের নিয়ে গঠিত সংগঠন 'মুরাবিতাত' এর নের্তৃত্ব দিচ্ছেন তিনি। ইসরাইলি পুলিশের তালিকায় সবচেয়ে ভয়ংকর ফিলিস্তিনি হিসেবে চিহ্নিত করা হয়েছে হানাদি হালাওয়ানিকে। বারবার গ্রেফতার ও নির্যাতন করেও ইসরাইল তাকে দমাতে পারেনি। প্রতিবারই জেল থেকে ছাড়া পেয়ে আল-আকসার জন্য আবারও আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছেন তিনি।    তাকে জেরুজালেমের আল-আকসায় নিষিদ্ধ করেছে ইসরাইল সরকার। আটকের পর মুরাবিতাতের সদস্যদের ওপর অমানুষিক নির্যাতন চালায় ইসরাইলি বাহিনী। হানাদি হালাওয়ানি ইহুদিবাদীদের আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনিদের স্বাধীনতার লড়াইয়ে সবার নৈতিক ও আইনি সমর্থন চান।