English Version
আপডেট : ১৫ জুলাই, ২০২১ ১১:০৬

করোনার বিষে নীল আরও সাড়ে ৮ হাজারের বেশি প্রাণ

অনলাইন ডেস্ক
করোনার বিষে নীল আরও সাড়ে ৮ হাজারের বেশি প্রাণ

বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডব চলছেই। গত ২৪ ঘণ্টায় বিশ্বের বিভিন্ন দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে আরও সাড়ে ৮ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এতে এখন পর্যন্ত মহামারীতে মোট প্রাণহানি ৪০ লাখ ৭৪ হাজার ছাড়িয়ে গেছে।

কিছুদিন বিরতি দিয়ে আমেরিকায় হঠাৎই বাড়ছে করোনায় দৈনিক মৃত্যু-সংক্রমণ। বুধবার ৩৬১ জন মারা গেছে দেশটিতে। এছাড়া নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ৩৫ হাজারের বেশি মানুষের দেহে।

দৈনিক মৃত্যু ও সংক্রমণের হিসাবে এখনো শীর্ষে ব্রাজিল। দেশটিতে বুধবার ১৬শ’র কাছাকাছি মানুষ মারা গেছে। এছাড়া সেখানে সংক্রমণ শনাক্ত হয়েছে ৫৮ হাজারের মতো মানুষের শরীরে। তালিকায় পরের অবস্থানেই আছে ইন্দোনেশিয়া। এদিন ৯৯১ জনের মৃত্যু দেখলো দেশটি। আর নতুনভাবে ৫৪ হাজারের বেশি মানুষের দেহে মিললো ভাইরাসের অস্তিত্ব।এদিন রাশিয়ায়- ৭৮৬, আর্জেন্টিনায়- ৬১০ ও ভারতে- ৫৮০ জনের মৃত্যু হয়েছে।