English Version
আপডেট : ১৪ জুলাই, ২০২১ ১৫:৫৩

এশিয়ার নতুন ‘হটস্পট’ ইন্দোনেশিয়া, সংক্রমণে ছাড়িয়েছে ভারতকেও

অনলাইন ডেস্ক
এশিয়ার নতুন ‘হটস্পট’ ইন্দোনেশিয়া, সংক্রমণে ছাড়িয়েছে ভারতকেও

ভারতের দৈনিক করোনাভাইরাসের সংক্রমণকে ছাড়িয়ে গেছে ইন্দোনেশিয়ার দৈনিক সংক্রমণ। আশঙ্কা করা হচ্ছে, এশিয়ায় করোনাভাইরাসের নতুন হটস্পট হয়ে উঠছে ইন্দোনেশিয়া। ডেল্টা ভেরিয়েন্টের কারণে ইন্দোনেশিয়ার করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে।

টানা দুই দিন দেশটির করোনা সংক্রমণ ছিল ৪০ হাজারের বেশি। মঙ্গলবার দেশটিতে করোনা সংক্রমণের সংখ্যা ছিল ৪৭ হাজার ৮৯৯ জন। এদিকে, মঙ্গলবার ভারতে দৈনিক সংক্রমণ ছিল ৩৩ হাজার। ইন্দোনেশিয়ার মূল ভূখণ্ডের বাইরেও করোনা দ্রুতগতিতে ছড়াচ্ছে।

ইন্দোনেশিয়ার করোনা আক্রান্ত হয়ে গত সাত দিনে গড়ে মৃত্যু হয়েছে ৯০৭ জনের। এক মাস আগে এ সংখ্যা ছিল ১৮১ জন। এদিকে, ভারতে দৈনিক মৃত্যুহার ১০৭২। প্রসঙ্গত, ভারতের জনসংখ্যা ইন্দোনেশিয়ার চেয়ে ৫ গুণ বেশি।