English Version
আপডেট : ১৩ জুলাই, ২০২১ ১৬:৫৭

তৃতীয় ঢেউ আসবেই, ঘুরে বেড়ানো বন্ধ করুন : আইএমএ

অনলাইন ডেস্ক
তৃতীয় ঢেউ আসবেই, ঘুরে বেড়ানো বন্ধ করুন : আইএমএ

গবেষক-চিকিৎসকদের দাবির সমর্থনে এবার এগিয়ে এলো ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (আইএমএ)। সোমবার সংগঠনটির পক্ষ থেকে বলা হয, ভারতে তৃতীয় ঢেউ অনিবার্য। এ বার্তা দিয়েই কেন্দ্র ও রাজ্যগুলোকে সতর্ক করল এই চিকিৎসক সংগঠন। পাশাপাশি করোনাবিধি শিথিল হতেই একাধিক পর্যটনস্থলে পর্যটকদের মধ্যে বেপরোয়া মনোভাব দেখা গেছে। সেই বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছে তারা।

প্রেস বিবৃতিতে আইএমএ বলেছে, ‘গোটা বিশ্বের পরিস্থিতি এবং মহামারির ইতিহাস ঘাঁটলেই দেখা যাবে, কোভিডের তৃতীয় ঢেউ অনিবার্য। কেউ তা আটকাতে পারবে না। এই পরিস্থিতিতে দেশের বিভিন্ন জায়গা থেকে এমন ছবি উঠে এসেছে, যাতে দেখা যাচ্ছে, কোভিড বিধি না মেনেই রাস্তাঘাটে বেরিয়ে পড়ছেন সাধারণ মানুষ। সে ব্যাপারে কোনোরকম সরকারি পদক্ষেপ নেই।’

তাদের পরামর্শ, ‘ঘুরতে যাওয়া, তীর্থযাত্রা, ধর্মীয় সমাবেশ— সবই জরুরি। কিন্তু এসবের জন্য আরও কয়েকটি মাস অপেক্ষা করাই যায়। এখন এসব বন্ধ করুন। টিকাকরণ ছাড়া জনসমাবেশে অনুমতি দেওয়া হলে, তা তৃতীয় ঢেউকে নিশ্চিতভাবে ত্বরাণ্বিত করবে। আগামী দু-তিন মাসের মধ্যেই তা আছড়ে পড়বে। এই সময়ে আমাদের আরও সচেতন হওয়া জরুরি।’