English Version
আপডেট : ১৩ জুলাই, ২০২১ ১৩:৫৩

চীনে হোটেল ধসে আটজনের মৃত্যু, নিখোঁজ ২৪

অনলাইন ডেস্ক

চীনে হোটেল ধসে আটজনের মৃত্যু, নিখোঁজ ২৪

চীনে হোটেল ধসে অন্তত আটজন নিহত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, হোটেল ধসের ঘটনায় আরো অনেকে নিখোঁজ রয়েছেন। 

স্থানীয় সময় সোমবার বিকেলে চীনের পূর্বাঞ্চলের শহর সুঝাউতে সিজি কাইউয়ান নামে হোটেলটি ধসে পড়ে। প্রথমে একজন মারা যাওয়ার খবর দেওয়া হলেও পরে আরো সাতজনের মৃত্যুর খবর জানা যায়।

আজ মঙ্গলবার চীনের রাষ্ট্রপরিচালিত পিপলস ডেইলি পত্রিকা জানিয়েছে, হোটেল ধসের ঘটনায় অন্তত আটজনের মৃত্যু হয়েছে। উদ্ধারকর্মীরা নিখোঁজদের উদ্ধারে তৎপরতা চালিয়ে যাচ্ছেন।

স্থানীয় একজন বাসিন্দা জানান, হোটেলটি ৩০ বছরের পুরনো এবং ধসে পড়ার আগেও সেখানে নির্মাণকাজ চলছিল।

এরই মধ্যে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ধ্বংসস্তূপ থেকে সাতজনকে জীবিত উদ্ধার করেছে। ধ্বংসস্তূপের মধ্যে এখনো অন্তত ২৪ জন রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। 

তবে হোটেলটি কেন ধসে গেল সে ব্যাপারে কর্তৃপক্ষ কিছু জানায়নি। এ ব্যাপারে তদন্ত চলছে।