English Version
আপডেট : ১২ জুলাই, ২০২১ ১৩:১১

তালেবান অগ্রযাত্রায় শঙ্কিত তুর্কমেনিস্তান, সীমান্তে ভারি অস্ত্রশস্ত্র

অনলাইন ডেস্ক
তালেবান অগ্রযাত্রায় শঙ্কিত তুর্কমেনিস্তান, সীমান্তে ভারি অস্ত্রশস্ত্র

আফগানিস্তানে তালেবান অগ্রযাত্রায় শঙ্কিত হয়ে সীমান্তে ভারি সামরিক সরঞ্জাম পাঠিয়েছে তুর্কমেনিস্তান। আফগানিস্তান সীমান্তের সুর্খাবাদ শহরে তুর্কমেনিস্তানের সামরিক বহর পৌঁছেছে।

জানা গেছে, আফগান সীমান্ত থেকে চার কিলোমিটার দূরে সামরিক সরঞ্জাম মোতায়েন করা হয়েছে। এ পর্যন্ত যেসব অস্ত্র মোতায়েন করা হয়েছে তার  মধ্যে ট্যাংক, কামান ও সাঁজোয়া যান রয়েছে। আরও অস্ত্রশস্ত্র পাঠানোর প্রস্তুতি চলছে।                                                                       আফগানিস্তানের তালেবান সে দেশের সীমান্তবর্তী এলাকার দখল নেওয়ার পর তুর্কমেনিস্তান সীমান্তে সামরিক শক্তি বাড়াল।

আফগান সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দেশটির পশ্চিমের হেরাত প্রদেশের দুটি শহর দখলে নিয়েছেন তালেবানরা।