English Version
আপডেট : ১২ জুলাই, ২০২১ ১৩:০৪

করোনা বিধিনিষেধ প্রত্যাহার করলেও সতর্কতা ব্রিটিশ প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক
করোনা বিধিনিষেধ প্রত্যাহার করলেও সতর্কতা ব্রিটিশ প্রধানমন্ত্রীর

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন গতকাল রবিবার এক বিবৃতিতে বলেন,'করোনা এখনো শেষ হয়ে যায়নি।' করোনার স্বাস্থ্যবিধি উঠিয়ে নেওয়ার ঘোষণা দিলেও জনগণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। এছাড়াও আগামীতে দেশটিতে আরও অন্তত ২০ লাখ মানুষ নতুন করে সংক্রমিত হতে পারেন বলে ধারণা করেছেন ব্রিটিশ মন্ত্রীসভার সদস্যরা।

ব্রিটেন পেটেন্ট দখল করে বিশ্বে করোনা টিকার নিরাপত্তাকে মারাত্মক ঝুঁকিতে ফেলেছে বলে সতর্ক করেছেন দেশটির শীর্ষ বিজ্ঞানীরা। তারা বলছেন, ব্রিটেনের এই পদক্ষেপে গরিব দেশগুলোতে ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে। যা টিকার চেয়ে নতুন ভ্যারিয়েন্ট তৈরিতে বেশি ভূমিকা রাখছে।

অক্সফোর্ড বিশ্বাবিদ্যালয়েরে তথ্য অনুযায়ী, নিম্ন আয়ের দেশগুলোতে মাত্র ১ শতাংশ  মানুষ করোনা টিকার প্রথম ডোজ পেয়েছেন।