English Version
আপডেট : ১১ জুলাই, ২০২১ ১১:১৯

করোনায় একদিনে বিশ্বে সাত হাজারের বেশি মানুষের মৃত্যু

অনলাইন ডেস্ক
করোনায় একদিনে বিশ্বে সাত হাজারের বেশি মানুষের মৃত্যু

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৭ হাজার ৩৯৫ জন। আর বিশ্বব্যাপী শনাক্ত হয়েছেন ৪ লাখ ২০ হাজার ২৭১ জন। আজ রবিবার সকাল ৮টায় জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানায়।

তাদের তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনায় মোট আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৮ কোটি ৬৩ লাখ ৯৩ হাজার ৪১ জন। মোট মারা গেছেন ৪০ লাখ ২৪ হাজার ৫৯১ জন।

করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি শনাক্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে শনাক্ত হয়েছেন ৩ কোটি ৩৮ লাখ ৪৭ হাজার ৪৭৪ জন এবং মারা গেছেন ৬ লাখ ৭ হাজার ১৩৫ জন।আক্রান্তের দিক থেকে বিশ্বে দ্বিতীয় স্থানে আছে ভারত। দেশটিতে করোনা শনাক্ত হয়েছেন ৩ কোটি সাত লাখ ৯৫ হাজার ৭১৬ জন। মৃত্যুর দিক থেকে তৃতীয় স্থানে থাকা ভারতে এ পর্যন্ত ৪ লাখ ৭ হাজার ১৪৫ জন মারা গেছেন।

মৃত্যুর দিক থেকে দ্বিতীয় ও সংক্রমণের দিক থেকে তৃতীয় স্থানে থাকা ব্রাজিলে আক্রান্ত হয়েছেন ১ কোটি ৯০ লাখ ৬৯ হাজার ৩ জন এবং মারা গেছেন ৫ লাখ ৩২ হাজার ৮৯৩ জন।