হাইতির প্রেসিডেন্টকে হত্যা করতে কারা পাঠিয়েছিল ভাড়াটে সেনা?

হাইতির রাজধানী পোর্টো প্রিন্সের যে পাহাড়ে প্রেসিডেন্টের প্রাসাদ, ভারী অস্ত্র-শস্ত্রে সজ্জিত একদল লোক বুধবার গভীর রাতে (স্থানীয় সময় রাত একটায়) সেখানে এসে হানা দিল।
তেপান্ন-বছর বয়সী প্রেসিডেন্ট জোভনেল ময়েসের ওপর অস্ত্রধারীরা কয়েকবার গুলি চালায় এবং তিনি ঘটনাস্থলেই মারা যান।
একজন ম্যাজিস্ট্রেট কার্ল হেনরি ডেসটিন পরে স্থানীয় এক সংবাদপত্রকে জানিয়েছিলেন, প্রেসিডেন্টের দেহে মোট ১৪টি বুলেট পাওয়া গিয়েছিল। তার অফিস এবং বেডরুম তছনছ করা হয় এবং তার লাশ পড়ে ছিল চিৎ হয়ে, দেহ রক্তে ভেসে যাচ্ছিল।হামলায় আহত হন ৪৭-বছর বয়সী ফার্স্ট লেডি মার্টিন ময়েস। চিকিৎসার জন্য তাকে জরুরি ভিত্তিতে নিয়ে যাওয়া হয় ফ্লোরিডায়। সেখানে তার অবস্থা এখনও সংকটজনক।
প্রেসিডেন্টের তিন সন্তান, জোমারলি, জোভনেল জুনিয়র এবং জোভারলেইন একটি নিরাপদ স্থানে আছেন বলে জানিয়েছেন সরকারি কর্মকর্তারা।
তবে বুধবার রাতে প্রেসিডেন্টের প্রাসাদে যে নির্মম ঘটনা ঘটেছিল, সেখানেই তা শেষ হয়নি।
কয়েক ঘণ্টা পর পোর্টো প্রিন্সে পুলিশ এবং কথিত আততায়ীদের মধ্যে এক মারাত্মক বন্দুকযুদ্ধ শুরু হয়।
হাইতির পুলিশ প্রধান লিওন চার্লস বলেছেন, চারজন সন্দেহভাজন নিহত হয়েছে এবং দু’জন ধরা পড়েছে। অন্যান্য পলাতক সন্দেহভাজনদের ধরতে অভিযান চলছে।
তাদের হয় ধরা হবে নয়তো হত্যা করা হবে, বলছেন চার্লস।
প্রেসিডেন্টের প্রাসাদে এই হামলার পেছনে কারা?
অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী ক্লদ জোসেফ এই বন্দুকধারীদের ‘ভাড়াটে সেনা’ বলে বর্ণনা করছেন। তিনি বলেছেন, “এরা ছিল বিদেশি, কথা বলছিল ইংরেজি এবং স্প্যানিশ ভাষায় (হাইতির সরকারি ভাষা হচ্ছে ক্রিও এবং ফরাসী)।”
পুলিশ বলছে, এই হত্যাকাণ্ডের পেছনে আছে একটি ‘হিট স্কোয়াড’। পুলিশ প্রধান লিওন চার্লস জানিয়েছেন, সন্দেহভাজনদের মধ্যে ২৬ জন কলম্বিয়ান এবং দু’জন মার্কিন নাগরিক।
ঘটনার প্রায় ঘণ্টাখানেক পরে পুলিশ এই সন্দেহভাজনদের মধ্যে ১৭ জনকে গ্রেফতার করে এবং তাদেরকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। সেখানে ঘটনার প্রমাণ হিসেবে তাদের পাসপোর্ট এবং হামলায় ব্যবহৃত অ্যাসল্ট রাইফেল, চাপাতি এবং হাতুড়ি প্রদর্শন করা হয়।
আট জন সন্দেহভাজন এখনও পলাতক। বাকি সন্দেহভাজনরা রাজধানী পোর্টো প্রিন্সে পুলিশের সঙ্গে এক বন্দুকযুদ্ধের সময় গুলিতে নিহত হয়।
কর্তৃপক্ষের প্রকাশ করা ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, ভারী অস্ত্র-শস্ত্রে সজ্জিত এবং কালো পোশাক পরা বন্দুকধারীরা প্রেসিডেন্টের বাড়ির বাইরে এসে ইংরেজিতে চিৎকার করছে, “এটা ডিইএ’র (ড্রাগ এনফোর্সমেন্ট এডমিনিস্ট্রেশন, যুক্তরাষ্ট্রের মাদক দমন সংস্থা) একটা অভিযান, সবাই চুপ থাকো।”
ওয়াশিংটনে হাইতির রাষ্ট্রদূত বোচিট এডমন্ড বলেন, হামলাকারীরা যুক্তরাষ্ট্রের মাদক দমন সংস্থার ছদ্মবেশে আসলেও এরা যে কোনও মার্কিন এজেন্ট ছিল, সেটা তার মোটেই বিশ্বাস হয় না।
রাষ্ট্রদূত এডমন্ড একটি টিভি চ্যানেল এনটিএন২৪কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “প্রেসিডেন্টকে হত্যার করার এই কাজের জন্য তাদের অর্থ দিয়ে ভাড়া করা হয়েছে। আমি আশা করবো তারা আসলে কার হয়ে কাজ করছিল, সেটি তারা প্রকাশ করবে।”
পুলিশ অফিসাররা যখন কথিত হামলাকারীদের মোকাবেলা করছিল, সেই নাটকীয় দৃশ্যের বর্ণনা দিয়েছেন পুলিশ প্রধান লিওন চার্লস, “ঘটনাস্থল থেকে যখন তারা পালাচ্ছিল, তখন আমরা তাদের পথ আটকে দেই। তারপর হতে তাদের সঙ্গে আমাদের লড়াই চলছিল।”
কর্মকর্তারা বলছেন, এই সন্দেহভাজনদের কাছে বেশ ভালো অস্ত্র-শস্ত্র ছিল এবং তারা তিন জন পুলিশ সদস্যকে জিম্মি করেছিল। পরে তারা মুক্তি পেয়েছিলেন।
জোভনেল ময়েস যেভাবে ক্ষমতায় আসেন
জোভনেল ময়েস রাজনৈতিক জীবনে লাতিন আমেরিকার অন্যান্য নেতাদের মতো নয়।
তিনি জীবন শুরু করেন একজন সফল ব্যবসায়ী হিসেবে। হাইতির জনসংখ্যা এক কোটি দশ লাখ, এটিকে পশ্চিম গোলার্ধের সবচেয়ে দরিদ্র দেশ বলে গণ্য করা হয়।
চার বছর আগে ২০১৭ সালে তিনি হাইতির প্রেসিডেন্ট হন। ২০১৯ সালের অক্টোবরে নতুন পার্লামেন্ট নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু এই নির্বাচন নিয়ে বিরোধ দেখা দেয় এবং তা পিছিয়ে দেওয়া হয়।
এর পরিণামে প্রেসিডেন্ট হিসেবে ময়েসের মেয়াদ বাড়ানো হয় এবং তিনি ডিক্রি জারি করে এক বছরের বেশি সময় ধরে দেশ শাসন করছিলেন।
প্রেসিডেন্ট ময়েসের চার বছরের মেয়াদে হাইতিতে ছয়বার প্রধানমন্ত্রী বদল হয়েছে। সর্বশেষ গত সোমবার প্রেসিডেন্ট ময়েস নিহত হওয়ার আগের দিন, তিনি সপ্তম প্রধানমন্ত্রী হিসেবে এরিয়েল হেনরিকে নিয়োগ করেন। কিন্তু নতুন প্রধানমন্ত্রী আর শপথ নিতে পারেননি।
কাজেই প্রেসিডেন্ট ময়েস নিহত হওয়ার পর এখন আগের প্রধানমন্ত্রী ক্লদ জোসেফই দায়িত্ব পালন করছেন।
হাইতিতে এখন চরম অনিশ্চয়তা চলছে কে দেশ চালাবে তা নিয়ে।
নানা গুজব, অনেক প্রশ্ন
অস্থায়ী প্রধানমন্ত্রী ক্লদ জোসেফ বলেছেন, প্রেসিডেন্ট ময়েসের হত্যাকাণ্ড হাইতিকে এক বড় ধাক্কা দিয়েছে। তবে প্রেসিডেন্ট ময়েস নিহত হওয়ার আগেই তার ওপরে চাপ বাড়ছিল।
তার শাসনামলে দুর্নীতির অভিযোগ এবং অর্থনৈতিক অব্যবস্থাপনার অভিযোগ ওঠে এবং দেশটি রাজনৈতিকভাবে অস্থিতিশীল হয়ে উঠে। তার পদত্যাগের দাবিতে গণবিক্ষোভ চলছিল।
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ভার্জিনিয়ার প্রফেসর রবার্ট ফ্যাটনের জন্ম হেইতিতে। তিনি বলছেন, “এটি হেইতির ইতিহাসের সবচেয়ে ষড়যন্ত্রমূলক একটি ঘটনা।”
তিনি বলেন, হেইতির ইতিহাস দারিদ্র, প্রাকৃতিক দুর্যোগ, মহামারী, স্বৈরতন্ত্র এবং রাজনৈতিক ষড়যন্ত্রে ভরা। কিন্তু এবারের ঘটনাটি খুবই বিচলিত হওয়ার মতো।
“হাইতির মতো একটি অস্থিতিশীল দেশের জন্যও একজন প্রেসিডেন্টকে এভাবে হত্যার ঘটনা খুবই অস্বাভাবিক এবং গভীর উদ্বেগর বিষয়।”
“আপনি যখন কোন রাজনৈতিক অবস্থান হতে এটি বিশ্লেষণ করবেন, এটা কল্পনা করাও আসলে কঠিন, কারা এই কাজ করেছে, এবং কেন?”
হাইতি নিয়ে প্রফেসর হ্যাটন একটি বই লিখেছেন, “হাইতির লুণ্ঠনমূলক প্রজাতন্ত্র: যে গণতান্ত্রিক উত্তরণের কোন শেষ নেই।” তার বিশ্বাস, এবার যে ঘটনা ঘটলো, এবং এর যে পরিণাম- তার একটা মারাত্মক প্রভাব পড়বে ক্যারিবিয়ান অঞ্চলের এই দারিদ্রপীড়িত দেশটির ওপর।
“প্রেসিডেন্ট ময়েসের হত্যাকাণ্ড হেইতিকে চরম বিশৃঙ্খলার দিকে ঠেলে দিল। আর অতীতে আমরা যেরকমটা দেখেছি, এরকম রাজনৈতিক এবং সামাজিক অস্থিতিশীলতার প্রভাব পড়তে পারে পুরো অঞ্চলের ওপর।”
“অতীতে অভ্যুত্থান বা প্রাকৃতিক দুর্যোগের মতো ঘটনার পর সেগুলোর প্রভাব কেবল অভিবাসীদের স্রোতের মতো সমস্যার মধ্যে সীমিত থাকেনি, পরিস্থিতি সামাল দিতে এই অঞ্চলের অন্যান্য দেশের সরকার বা এমনকি জাতিসংঘকে হস্তক্ষেপ করতে হয়েছে।”
তিনি বলেন, এরপর কী ঘটবে, এত তাড়াতাড়ি হয়তো সেটা অনুমান করা কঠিন। তবে তার বিশ্বাস, হাইতির আশু ভবিষ্যত অন্ধকার।
এমনকি করোনাভাইরাস মহামারি আঘাত হানার আগে থেকেই হাইতি নানা সামাজিক এবং অর্থনৈতিক সমস্যায় হাবুডুবু খাচ্ছিল।
এখন নতুন করে যুক্ত হওয়া রাজনৈতিক অস্থিতিশীলতা হয়তো হাইতিকে খাদের কিনারে ঠেলে দেবে।
সরকার এরই মধ্যে দুই সপ্তাহের জন্য দেশজুড়ে ‘জরুরি অবস্থা’ ঘোষণা করেছে। বলা হচ্ছে, আততায়ীদের ধরা এবং এবং সম্ভাব্য সামাজিক অস্থিরতা দমনের জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
এই জরুরি অবস্থার বলে সরকার জনসমাবেশ নিষিদ্ধ করতে পারবে এবং সামরিক বাহিনীকে আইন-শৃঙ্খলা রক্ষার কাজে লাগাতে পারবে।
বৃহস্পতিবার রাজধানী পোর্টো প্রিন্সের বিমান বন্দর করে দেয়া হয়। লোকজনকে তাদের বাড়িঘরে থাকতে বলা হয়।
প্রধানমন্ত্রী ক্লদ জোসেফ বলেছেন, “দেশে যাতে ধারাবাহিকতা বজায় থাকে, তার জন্য সব ব্যবস্থা নেয়া হয়েছে” এবং “গণতন্ত্র ও প্রজাতন্ত্রের জয় হবেই।”
কিন্তু হাইতির সবচেয়ে শক্তিশালী রাজনীতিকে খুব নির্মমভাবে হত্যার এই ঘটনা পুরো দেশকে যেভাবে নাড়িয়ে দিয়েছে, তারপর প্রধানমন্ত্রী জোসেফ দেশের ওপর কতটা নিয়ন্ত্রণ বজায় রাখতে পারবেন সেটা নিয়ে প্রশ্ন আছে।
বিডি প্রতিদিন/কালাম
এই বিভাগের আরও খবরআফ্রিকার সাহেল থেকে সেনা প্রত্যাহার করছে ফ্রান্সআফ্রিকার সাহেল থেকে সেনা প্রত্যাহার করছে ফ্রান্সহাইতির প্রেসিডেন্টকে হত্যা করতে কারা পাঠিয়েছিল ভাড়াটে সেনা?হাইতির প্রেসিডেন্টকে হত্যা করতে কারা পাঠিয়েছিল ভাড়াটে সেনা?এরদোগানের আমন্ত্রণে ফিলিস্তিনি প্রেসিডেন্টের তুরস্ক সফর এরদোগানের আমন্ত্রণে ফিলিস্তিনি প্রেসিডেন্টের তুরস্ক সফরইন্দোনেশিয়ায় ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পইন্দোনেশিয়ায় ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পফ্লোরিডায় ভবনধস: ১৬ দিন পর ধ্বংসস্তূপের নিচে থেকে জীবন্ত বিড়াল উদ্ধার!ফ্লোরিডায় ভবনধস: ১৬ দিন পর ধ্বংসস্তূপের নিচে থেকে জীবন্ত বিড়াল উদ্ধার!করোনার মধ্যেই ভারতের কেরালায় নতুন বিপদ, রাজ্যজুড়ে সতর্কতা জারিকরোনার মধ্যেই ভারতের কেরালায় নতুন বিপদ, রাজ্যজুড়ে সতর্কতা জারি
বখশিশের টাকা না পেয়ে নবজাতককে অপহরণের পরে খুন!বখশিশের টাকা না পেয়ে নবজাতককে অপহরণের পরে খুন!নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর আবারও হামলা চালাল ইসরায়েলনিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর আবারও হামলা চালাল ইসরায়েলউইঘুর নির্যাতনে আরও প্রায় ৩০টি দেশকে সমর্থন করতে বাধ্য করছে চীন!উইঘুর নির্যাতনে আরও প্রায় ৩০টি দেশকে সমর্থন করতে বাধ্য করছে চীন!কাবুল বিমানবন্দরের নিরাপত্তা রক্ষার দায়িত্ব নিয়েছে তুরস্ক: এরদোয়ানকাবুল বিমানবন্দরের নিরাপত্তা রক্ষার দায়িত্ব নিয়েছে তুরস্ক: এরদোয়ানপাকিস্তানে অস্ত্র পাচার: তালেবানকে সতর্ক করল আফগান স্বরাষ্ট্রমন্ত্রীপাকিস্তানে অস্ত্র পাচার: তালেবানকে সতর্ক করল আফগান স্বরাষ্ট্রমন্ত্রীতালেবানকে সতর্ক করলো আফগানিস্তানতালেবানকে সতর্ক করলো আফগানিস্তান
সর্বশেষ খবররূপগঞ্জে কারখানায় ৫২ জনের মৃত্যুর ঘটনায় পুলিশের মামলানাগরপুরে একটি সেতুর অভাবে ৭ গ্রামের মানুষের দুর্ভোগরূপগঞ্জ অগ্নিকান্ডের ঘটনায় মালয়েশিয়া প্রেসক্লাবের শোক প্রকাশসজীব গ্রুপের চেয়ারম্যান ও এমডিসহ ৮ জন আটকপিরোজপুরে আরও ৫ জনের মৃত্যুনেত্রকোনায় মোটরসাইকেল চাপায় কিশোর নিহতমোরেলগঞ্জ হাসপাতালে করোনা সুরক্ষা সামগ্রী প্রদান করলেন এমপি মিলননাটোরে আরও ৮ জনের মৃত্যুমাথায় কাফনের কাপড় বেঁধে মহেশপুরে মৎস্যজীবীদের মানববন্ধননীলফামারীতে ছুরিকাঘাতে বৃদ্ধ খুনআফ্রিকার সাহেল থেকে সেনা প্রত্যাহার করছে ফ্রান্সহাইতির প্রেসিডেন্টকে হত্যা করতে কারা পাঠিয়েছিল ভাড়াটে সেনা?লকডাউনের ১০ম দিনে বরিশালে বেড়েছে যানবাহন চলাচলযুবলীগের উদ্যোগে নরসিংদীতে হতদরিদ্রদের মাঝে খাবার বিতরণমুন্সীগঞ্জে নির্বাচনের আগেই চাচা-ভাতিজার মধ্যে সংঘর্ষ, ৫ গুলিবিদ্ধসহ আহত ১৫কানাডায় করোনার গতি কমায় ভ্রমণে পরিবর্তন'প্রধানমন্ত্রীর উপহার খাদ্যসামগ্রী নিয়ে অনিয়ম ও দুর্নীতি সহ্য করা হবে না'বাগেরহাটে আরও ১২ জনের করোনা শনাক্ত, মৃত্যু ২কিশোরগঞ্জে গাঁজাসহ গ্রেফতার ১এরদোগানের আমন্ত্রণে ফিলিস্তিনি প্রেসিডেন্টের তুরস্ক সফরনোয়াখালীতে আরও ১৬৪ জনের করোনা শনাক্তবাগেরহাটে স্বাস্থ্যবিধি না মানায় ৭৩ জনকে জরিমানাএভারেস্ট বেসক্যাম্পে ২০০ জন আরোহীর করোনা জয়!রাসেলের তাণ্ডব, বিধ্বস্ত অস্ট্রেলিয়া (ভিডিও)ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পফ্লোরিডায় ভবনধস: ১৬ দিন পর ধ্বংসস্তূপের নিচে থেকে জীবন্ত বিড়াল উদ্ধার!দ্রুত ওজন কমানোর চেষ্টা অবৈজ্ঞানিক'রূপগঞ্জের অগ্নিকাণ্ডে নিহতদের পরিচয় শনাক্তে এক মাস সময় লাগবে'সম্পত্তির জন্য ভাইয়ে ভাইয়ে বিবাদ কেন?তারুণ্য ধরে রাখতে যা খাবেনকরোনার মধ্যেই ভারতের কেরালায় নতুন বিপদ, রাজ্যজুড়ে সতর্কতা জারিপবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আগামীকালমেসিকে আটকানোর উপায় জানি: ব্রাজিল কোচঅক্টোবরে ঢাবি অধিভুক্ত ৭ কলেজের ভর্তি পরীক্ষা'ফাইটার' সিনেমায় প্রথমবারের মতো জুটি বাঁধছেন হৃত্বিক-দীপিকাবখশিশের টাকা না পেয়ে নবজাতককে অপহরণের পরে খুন!ভারতে ফের বাড়ল করোনায় মৃত্যুনিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর আবারও হামলা চালাল ইসরায়েলকোপা আমেরিকা: ব্রাজিল-আর্জেন্টিনার ফাইনালে থাকছে দর্শকউইঘুর নির্যাতনে আরও প্রায় ৩০টি দেশকে সমর্থন করতে বাধ্য করছে চীন!কাবুল বিমানবন্দরের নিরাপত্তা রক্ষার দায়িত্ব নিয়েছে তুরস্ক: এরদোয়ানব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল ঘিরে সংঘাত এড়াতে ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের মাইকিংস্বজনদের অবহেলায় পড়েছিল লাশ, করোনায় মৃত নারীর গোসল-দাফন করলেন ইউএনওটিকটক-ফেসবুকে বাড়ছে কিশোর গ্যাং, ভার্চুয়াল বিরোধ রূপ নিচ্ছে বাস্তব সংঘর্ষে!করোনা: থাইল্যান্ডে কারফিউ জারিবন্ধ ঘোষণার পরেও শিমুলিয়া-বাংলাবাজার ফেরিতে যাত্রীবাহী গাড়ি পারাপারদেশে নবজাতকদের মধ্যে বাড়ছে করোনা সংক্রমণের হারপাকিস্তানে অস্ত্র পাচার: তালেবানকে সতর্ক করল আফগান স্বরাষ্ট্রমন্ত্রীতালেবানকে সতর্ক করলো আফগানিস্তাননেত্রকোনায় আরও ২১ জনের করোনা শনাক্তপুড়ে যাওয়া মরদেহ শনাক্তে করা হচ্ছে ডিএনএ পরীক্ষাঝিনাইদহে ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে নিয়ে ৯ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৩১রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪০শেষ লড়াই-ই গড়ে দেবে মেসি-নেইমারের পার্থক্যএবার গুরুত্বপূর্ণ দুই সীমান্ত ক্রসিংয়ের দখল তালেবানের
সর্বাধিক পঠিতআম পেয়ে প্রধানমন্ত্রীকে ‘রিটার্ন গিফট’ হিসেবে যা পাঠাচ্ছেন ত্রিপুরা ও মেঘালয়ের মুখ্যমন্ত্রীনাটোরে ১৬ ঘণ্টার ব্যবধানে তিন ভাইয়ের মৃত্যু‘মেসিদের শুধু ব্রাজিলকে নয়, রেফারিকেও হারাতে হবে’জরিমানা করা হলো তাসকিনকেস্ত্রীর স্বীকৃতি চেয়ে অন্তঃসত্ত্বা নারীর অনশনসৌদি আরবে ঈদুল আজহা ২০ জুলাই
প্রিন্ট সর্বাধিকছেলেদের বিলাসী জীবনে ঠাঁই হলো না বাবারদুর্নীতিতেও রাজনীতিকদের হারিয়ে দিচ্ছেন আমলারাভয়াবহ মানসিক চাপে তারুণ্যভয়াবহ আগুনে গেল ৫২ প্রাণগরুর হাট নিয়ে দুশ্চিন্তায় খামারিরাকোপা আমেরিকার ফাইনাল কাল মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিলবাল্যবিয়ের হার ২৫ বছরে সর্বোচ্চআজকের ভাগ্যচক্রসারা দেশে তদন্তে নেমেছে পাঁচ টিমসিলেটে করোনা নিয়ন্ত্রণে পাঁচ সুপারিশ