English Version
আপডেট : ১০ জুলাই, ২০২১ ১০:৪০

২০ জুলাই সৌদি আরবে পালিত হবে ঈদুল আজহা

অনলাইন ডেস্ক
২০ জুলাই সৌদি আরবে পালিত হবে ঈদুল আজহা

সৌদি আরবের আকাশের কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা না যাওয়ায় ১১ জুলাই থেকে দেশটিতে জিলহজ মাস শুরু হবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট।

চাঁদ না দেখা যাওয়ায় ১০ জুলাই সৌদি আরবে জিলকদ মাসের শেষ দিন পূরণ হবে। সে হিসেবে দেশটিতে ঈদুল আজহা পালিত হবে আগামী ২০ জুলাই মঙ্গলবার। আগামী ১৯ জুলাই পালিত হবে আরাফাতের দিন।

সৌদি সরকার এবার করোনাভাইরাস বিধিনিষেধের কারণে শুধু তাদের নাগরিক এবং দেশটিতে বসবাসরত লোকজনকে হজ করার সুযোগ দেবে। এ বছর সর্বমোট ৬০ হাজার মানুষ হজ করতে পারবেন।