English Version
আপডেট : ৮ জুলাই, ২০২১ ১৫:৪৩

সৌদি আরবে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা

অনলাইন ডেস্ক
সৌদি আরবে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা

মুসলমানদের সবচেয়ে বড় দুটি ধর্মীয় উৎসবের একটি ঈদুল আজহা। এটি কোরবানির ঈদ হিসেবে বেশি পরিচিত। প্রতি হিজরি বছরের ১০ জিলহজ পবিত্র ঈদুল আজহা বা কোরবানির উৎসব অনুষ্ঠিত হয়। সৌদি আরব, আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে। আরব জ্যোতির্বিদদের মতে ১০ জুলাই শনিবার ১৪৪২ হিজরি জিলহজ মাস শুরু হবে। ১৯ জুলাই হজ বা আরাফার দিন এবং ২০ জুলাই ঈদুল আজহা পালিত হবে।

আরব ইউনিয়ন ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্সেসের সদস্য ইব্রাহিম আল জারওয়ান গলফ নিউজকে জানান, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যে ২০ জুলাই ঈদ উদযাপন হবে। মুসলমানদের বড় দুইটি উত্সব পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহা চাঁদ দেখার ওপর নির্ভর করে।

সময়ের তারতম্যের কারণে সৌদি আরবে যেদিন ঈদ হয় তার পর দিন বাংলাদেশে। সে হিসাবে আগামী ২১ জুলাই বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে।