English Version
আপডেট : ৬ জুলাই, ২০২১ ১২:০২

পাহাড়ের ওপরে ভ্যাকসিন কেন্দ্র, বৃদ্ধকে কাঁধে করে নিয়ে গেলেন পুলিশ

অনলাইন ডেস্ক
পাহাড়ের ওপরে ভ্যাকসিন কেন্দ্র, বৃদ্ধকে কাঁধে করে নিয়ে গেলেন পুলিশ

ভারতের জম্মু ও কাশ্মীরের রিয়াসির বাসিন্দা আবদুল গণি বয়সের কারণে ঠিকমতো হাটতেও পারেন না। এ অবস্থায় তাকে করোনার টিকা নিতে যেতে হবে দুর্গম পাহাড়ের ওপরে অবস্থিত ভ্যাকসিন সেন্টারে। কিন্তু তার সেই শারীরিক সক্ষমতা নেই। ফলে তাকে কাঁধে করে ভ্যাকসিন সেন্টার নিয়ে গেলেন এক পুলিশ সদস্য। 

পুলিশ সদস্য মোহনের এই দায়িত্ববোধ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এরপর নেটিজেনদের মন্তব্য নিঃস্বার্থ ভাবে পরের সেবায় যারা নিজেদের জীবন উৎসর্গ করেন, তারা এমন মানুষই হন। যেমন জম্মু ও কাশ্মীরের রিয়াসির বাসিন্দা মোহন সিং। 

ভিডিওটি সামাজিক মাধ্যমে পোস্ট করে মোহনের ভূয়সী প্রশংসা করেন দেশটির কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। তিনি টুইটারে মোহনকে কাঁধে তুলে পাহাড়ে ওঠার ভিডিও পোস্ট করে লেখেন, রিয়াসি জেলার ফ্রন্টলাইন যোদ্ধা এসপিও মোহন সিংয়ের জন্য গর্বিত আমরা। মোহন ৭২ বছরের বৃদ্ধ আবদুল গণিকে ভ্যাকসিন দেওয়াতে কাঁধে চাপিয়ে নিয়ে গিয়েছেন।আর নেটিজেনরা মোহনের সেবামূলক ভূমিকার বিরাট প্রশংসা করেছেন। কেউ বলেছেন, গ্রেট। এই ভদ্রলোককে সম্মান জানানো উচিত যাতে তার মনোবল চাঙ্গা হয়। আরেকজন টুইট করেন, বিগ স্যালুট।

মোহন একা নন, গত মে মাসে দিল্লির এক পুলিশ কনস্টেবলও ৮২ বছরের এক মহিলার বিপদে পাশে দাঁড়িয়ে তাকে কোভিড-১৯ ভ্যাকসিন নিতে সাহায্য করেন। সাইলা ডিসুজা নামে অবসরপ্রাপ্ত ইংরেজি শিক্ষিকা ওই কনস্টেবলের কাছে ভ্যাকসিন নেওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন। কাশ্মীরী গেট থানায় নিযুক্ত কুলদীপ সিং ওই কনস্টেবল তাকে শুধু রেজিস্ট্রেশন করাতেই সাহায্য করেননি, তাকে কোলে করে নিয়ে যান ভ্যাকসিন কেন্দ্রেও।

আবদুল গণিকে কাঁধে করে নিয়ে যাওয়ার ভিডিও দেখতে ক্লিক করুন...