English Version
আপডেট : ৫ জুলাই, ২০২১ ১১:৪৭

পালিয়ে যাচ্ছে আফগান সেনারা

অনলাইন ডেস্ক
পালিয়ে যাচ্ছে আফগান সেনারা

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশ থেকে শয়ে শয়ে সরকারি সেনারা তাজিকিস্তান সীমান্ত দিয়ে পালিয়েছে। আল-জাজিরার খবরে বলা হয়, আফগানিস্তান নিরাপত্তা বাহিনীর আরও তিনশ’ সদস্য সীমান্ত পার হয়ে তাজিকিস্তানে আশ্রয় নিয়েছেন। 

রবিবার তাজিকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি এ তথ্য নিশ্চিত করেছে। এক বিবৃতিতে তারা জানিয়েছে, আফগান নিরাপত্তা বাহিনীর সদস্যরা শনিবার ভোর সাড়ে ৬টার দিকে সীমান্ত অতিক্রম করে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, তাজিক বর্ডার গার্ডের মানবতা এবং প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ মনোভাবের কারণে তারা আফগান সেনাদের কোনো বাধা ছাড়াই সীমান্ত দিয়ে তাজিকিস্তানে আশ্রয় দিয়েছে।প্রসঙ্গত, দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী তালেবান আফগানিস্তানের ৪২১টি জেলার মধ্যে ১৪০টিই দখল করে নিয়েছে।