English Version
আপডেট : ৫ জুলাই, ২০২১ ১১:১৯

অক্সিজেন সিলিন্ডার বদলাতে দেরি, মুহূর্তেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন ৬৩ রোগী!

অনলাইন ডেস্ক
অক্সিজেন সিলিন্ডার বদলাতে দেরি, মুহূর্তেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন ৬৩ রোগী!

প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত হয়ে পড়েছে এশিয়ার দেশ ইন্দোনেশিয়া। এই মুহূর্তে দেশটিতে চরম অক্সিজেন সংকট দেখা দিয়েছে। ফলে দেশটির একটি হাসপাতালে ৬৩ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। রবিবার এ ঘটনা ঘটে। খবর ভয়েস অব আমেরিকা, রয়টার্স, এবিসি অস্ট্রেলিয়ার।

প্রতিবেদনে বলা হয়, অক্সিজেন সংকট কাটানোর জন্য ডক্টর সারদজিতো জেনারেল হাসপাতালের কর্মীরা অক্সিজেন সিলিন্ডার বদলানোর চেষ্টা করেন। তবে তারা ৬৩ জন রোগীর জীবন বাঁচাতে ব্যর্থ হন।

এক বিবৃতিতে হাসপাতালের পরিচালক রুকমন সিস্বিশান্ত বলেন, হাসপাতালে ইয়গ্যাকারতা আঞ্চলিক পুলিশের দেওয়া ১০০ সিলিন্ডারসহ আরও কিছু অক্সিজেন সিলিন্ডার বদলানোর চেষ্টা চলছিল। তবে শেষ পর্যন্ত দেরি হয়ে যায়।সাম্প্রতিক সময়ে ইয়গ্যাকারতা শহরসহ ইন্দোনেশিয়াজুড়েই করোনা সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে। এ কারণে হাসপাতালগুলো জরুরি ভিত্তিতে ইনটেনসিভ কেয়ার ইউনিট এবং কোয়ারেন্টাইন সেন্টার তৈরি করতে বাধ্য হচ্ছে কর্তৃপক্ষ।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, আক্রান্তের সংখ্যায় ইন্দোনেশিয়ার অবস্থান বিশ্বে ১৬তম। সাড়ে ২৭ কোটি জনসংখ্যার দেশটিতে সোমবার সকাল পর্যন্ত ২২ লাখ ৮৪ হাজার ৮৪ জনের শরীরে করোনা ধরা পড়েছে। মারা গেছে ৬০ হাজার ৫৮২ জন।