English Version
আপডেট : ৫ জুলাই, ২০২১ ১১:১১

করোনায় বিপর্যস্ত বিশ্ব; পঞ্চম ঢেউয়ের শঙ্কায় ইরান

অনলাইন ডেস্ক
করোনায় বিপর্যস্ত বিশ্ব; পঞ্চম ঢেউয়ের শঙ্কায় ইরান

করোনাভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত পুরো বিশ্ব। প্রতিদিনই সামনে আসেছে নিত্য নতুন তথ্য। এমন পরিস্থিতিেতে করোনার ডেল্টা ধরনের কারণে মহামারির পঞ্চম ঢেউয়ের আঘাত হানার আশঙ্কা করছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি।

সম্প্রতি ভাইরাস প্রতিরোধের টাস্কফোর্সের সঙ্গে এক বৈঠকে তিনি আরও বলেন, এটি খুবই আতঙ্কের বিষয় যে দেশজুড়ে সম্ভবত করোনার পঞ্চম ঢেউ আসছে। দক্ষিণাঞ্চলীয় প্রদেশগুলোতে ডেল্টা ধরন ছড়িয়ে পড়তে পারে, সেক্ষেত্রে জনসাধারণকে সচেতন থাকতে হবে। খবর রয়টার্সের।

এদিকে, এশিয়ার দেশগুলোতে গত এক সপ্তাহ ধরে দাপিয়ে বেড়াচ্ছে করোনার অতি সংক্রামক ডেল্টা ধরনটি। সংক্রমণের রেকর্ড ছাড়িয়ে গেছে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ কোরিয়াতেও।