English Version
আপডেট : ৪ জুলাই, ২০২১ ১৩:৫৩

সারাদেশে হাইফ্লো ন্যাজাল ক্যানুলা শিগগিরই দ্বিগুণ করার পরামর্শ

অনলাইন ডেস্ক
সারাদেশে হাইফ্লো ন্যাজাল ক্যানুলা শিগগিরই দ্বিগুণ করার পরামর্শ

করোনা (কোভিড-১৯) মহামারিতে চাহিদা বেড়েছে হাই ফ্লো ন্যাজাল ক্যানুলার। এর অপর্যাপ্ততায় বহু রোগীর মৃত্যু হচ্ছে। তাই সারাদেশে যত হাইফ্লো ন্যাজাল ক্যানুলা আছে, তা শিগগিরই গুণ করার পরামর্শ দিয়েছেন চিকিৎসক বিশেষজ্ঞরা।

সারাদেশে ক্রমেই চাহিদা বাড়ছে মেডিকেল অক্সিজেনের। বিশেষ করে যেসব এলাকায় করোনা সংক্রমণ ও মৃত্যু বেশি সেসব এলাকার হাসপাতালে। সংকট গভীরতার কিছুটা বোঝা গেল শুক্রবার- এদিন বগুড়ার একটি হাসপাতালে হাইফ্লো ন্যাজাল ক্যানোলার অভাবে ১৩ ঘণ্টায় ৭ জন মারা যায়। 

এ বিষয়ে অধ্যাপক কাজী ডা. বেন- নূর গণমাধ্যমকে বলেছেন, অতিসত্বর হাই ফ্লো ন্যাজাল ক্যানোলার সংখ্যা দ্বিগুণ করা দরকার। শুধু হাই ফ্লো ন্যাজাল ক্যানোলার সংখ্যা বাড়ালেই চলবে না। ন্যাজাল ক্যানোলা দিয়ে কখন, কতক্ষণ, কী পরিমাণ অক্সিজেন দেওয়া দরকার, এ বিষয়ে প্রশিক্ষণ দিতে হবে স্বাস্থ্যকর্মীদের।স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, সারাদেশে ১ হাজার ৬৭০ টি করোনা হাসপাতাল শয্যায় হাইফ্লো ন্যাজাল ক্যানোলা সুবিধা আছে। ‌এর মধ্যে করোনার এখনকার হটস্পট খুলনায় আছে ৩০৪টি আর রাজশাহীতে সরকারি-বেসরকারি মিলিয়ে মাত্র ১০৪টি।