English Version
আপডেট : ৩ জুলাই, ২০২১ ১৭:৫১

কোভিড মহামারির বিপজ্জনক সময় পার করছে বিশ্ব : ডব্লিউএইচও

অনলাইন ডেস্ক
কোভিড মহামারির বিপজ্জনক সময় পার করছে বিশ্ব : ডব্লিউএইচও

মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) ডেল্টা ভ্যারিয়েন্টের (ধরন) দ্রুত সংক্রমণের মধ্য দিয়ে পুরো বিশ্ব একটি বিপজ্জনক সময় পার করছে বলে মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আধানোম গেব্রেয়াসুস।

শুক্রবার এক ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন। ডব্লিউএইচও প্রধান বলেন, ডেল্টার মতো আরও সংক্রামক ভ্যারিয়েন্ট দ্রুত অনেক দেশে প্রভাবশালী স্ট্রেইন হয়ে উঠছে। আমরা এই মহামারির খুব বিপজ্জনক একটি সময়ে রয়েছি।

তিনি বলেন, কম ভ্যাকসিন দেওয়া দেশগুলোর হাসপাতালগুলোতে রোগীদের উপচেপড়া ভিড় আবার স্বাভাবিক ঘটনায় পরিণত হতে চলেছে। কোনো দেশই করোনার নাগালে বাইরে নয়। তবে বিশেষ করে ডেল্টা ভ্যারিয়েন্ট বিপজ্জনক হিসেবে আবির্ভূত হয়েছে। করোনার অতি সংক্রামক এই ভ্যারিয়েন্টটি এরই মধ্যে বিশ্বের ৯৮টি দেশে ছড়িয়ে পড়েছে।