English Version
আপডেট : ১ জুলাই, ২০২১ ১১:৪৭

ইরানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে যা বললেন গুতেরেস

অনলাইন ডেস্ক
ইরানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে যা বললেন গুতেরেস

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ইরানের ওপর আরোপিত মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘আমি পরমাণু সমঝোতা চুক্তিতে বর্ণিত সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানাচ্ছি। একইসঙ্গে ইরানের সঙ্গে এই সমঝোতার প্রতিশ্রুতিতে পরিপূর্ণভাবে ফিরে আসার আহ্বান থাকছে।’

গতকাল বুধবার নিরাপত্তা পরিষদের কাছে পাঠানো এক প্রতিবেদনে এ আহ্বান জানিয়েছেন তিনি। ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদ বুধবার মহাসচিবের দ্বিবার্ষিক প্রতিবেদনে ২০১৫ সালের প্রস্তাব পুনরায় বাস্তবায়নের বিষয়ে আলোচনা করেছে। এই প্রস্তাবে ইরান, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রিটেন, জার্মানি, রাশিয়া ও চীনের মধ্যে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তি রক্ষার বিষয়টি উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৫ সালে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা হয়। এরপর ২০১৮ সালের মে মাসে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই সমঝোতা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন। এরপর তিনি ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করেন।