English Version
আপডেট : ৩০ জুন, ২০২১ ১২:৫০

বাংলাদেশসহ ছয় দেশ থেকে তুরস্কে প্রবেশে নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক
বাংলাদেশসহ ছয় দেশ থেকে তুরস্কে প্রবেশে নিষেধাজ্ঞা

সাম্পতিক কালে চলমান করোনা ভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ রোধে বাংলাদেশসহ ছয় দেশ থেকে সরাসরি ফ্লাইট ও ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে তুরস্ক। নিষেধাজ্ঞা কৃত দেশগুলো হলো: ভারত, নেপাল, শ্রীলঙ্কা, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকা। সোমবার(৩০ জুন) তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী (১ জুলাই) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই ছয় দেশ থেকে সরাসরি ফ্লাইট চলাচল নিষিদ্ধ থাকবে।

সোমবার(৩০ জুন) তুরস্কে মোট আক্রন্ত ৫৪ লাখ ২০ হাজার ১৫৬ জন, তবে, বাংলাদেশসহ এই ছয় দেশের নাগরিকদের জন্য তৃতীয় কোনো দেশে ১৪ দিন অবস্থানের পর তুরস্কে প্রবেশের সুযোগ রাখা হয়েছে।

আজ বুধবার (৩০ জুন) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ হাজার ৪৫৬ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যু বেড়েছে দেড় হাজারের বেশি। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৩৯ লাখ ৫৩ হাজার ৩২৪ জনে।

এছাড়া, একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৬৯ হাজার ৯০১ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে প্রায় সাড়ে ৫৮ হাজার। এতে মহামারির শুরু থেকে ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ কোটি ২৫ লাখ ৬২ হাজার ২৫৩ জনে।