English Version
আপডেট : ২৯ জুন, ২০২১ ১৩:০৮

মিমির স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানালেন মমতা

অনলাইন ডেস্ক
মিমির স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানালেন মমতা

ভুয়া ভ্যাকসিন কাণ্ডের পর অসুস্থ হয়ে পড়া অভিনেত্রী ও সাংসদ মিমি চক্রবর্তীর স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। সোমবার (২৮ জুন) সাংবাদিকদের মিমির শারীরিক অবস্থার বিস্তারিত তথ্য দিয়েছেন তিনি। মমতা জানান, গলব্লাডারের সমস্যা রয়েছে মিমির। এদিকে শুক্রবার রাত থেকেই পেটের ব্যথায় কাবু মিমি চক্রবর্তী।

মমতা বলেন, ‘মিমির স্বাস্থ্য নিয়ে আপনারা যেমন চিন্তিত আমরাও তেমন চিন্তিত। মিমি চক্রবর্তীর সঙ্গে আমার কথা হয়েছে। অভিনেত্রীর শারীরিক অবস্থা আগের থেকে এখন কিছুটা ভালো।’

তিনি আরও জানান, গলব্লাডারের সমস্যার কারণেই অসুস্থ হয়ে পড়েছিলেন মিমি।

উল্লেখ্য, বিশেষভাবে সক্ষম শিশু ও সমকামীদের ওই ক্যাম্পে বিনামূল্যে করোনা টিকা দেওয়া হচ্ছে, জানতে পেরে মিমি চক্রবর্তী ওই ক্যাম্পে টিকা নেওয়ার সিদ্ধান্ত নেন। যাতে সবাই উৎসাহিত হন। কিন্তু টিকা নেওয়ার পর সার্টিফিকেট হাতে না পাওয়ায় অভিনেত্রীর মনে সন্দেহ জাগে। সেখান থেকেই এই প্রতারক চক্রকে ধরতে সক্ষম হন তৃণমূল সাংসদ।