English Version
আপডেট : ২৯ জুন, ২০২১ ১২:৪৯

তিগ্রে অঞ্চলে ইথিওপিয়া সরকারের একতরফা যুদ্ধবিরতি ঘোষণা

অনলাইন ডেস্ক
তিগ্রে অঞ্চলে ইথিওপিয়া সরকারের একতরফা যুদ্ধবিরতি ঘোষণা

ইথিওপিয়ার তিগ্রে অঞ্চলে একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করেছে দেশটির সরকার। বিদ্রোহীরা পুনরায় তিগ্রের রাজধানী মেকেলে দখলে নেয়ার পর এই ঘোষণা এলো। তবে মেকেলের ওপর নিয়ন্ত্রণ হারানোর বিষয়টি স্বীকার করেনি সরকার। 

প্রায় ৮ মাস ধরে তিগ্রেতে চলা সংঘাতে মানবিক সঙ্কট তৈরি হয়েছে। গত নভেম্বরে শুরু হয় সংঘাত। জাতিসংঘ বলছে, এই সংঘাতের কারণে সাড়ে তিন লাখ মানুষ দুর্ভিক্ষের কবলে পড়ার কাছাকাছি পর্যায়ে রয়েছে। ৫ মিলিয়নের চেয়ে বেশি মানুষের জরুরি খাদ্য সহায়তা প্রয়োজন। 

তিগ্রে অঞ্চলের সাবেক শাসক দল তিগ্রে পিপল’স লিবারেশন ফ্রন্ট (টিপিএলএফ) সোমবার জানায়, তারা আবার মেকেলে নিজেদের দখলে নিয়েছে। ওই অঞ্চলের বাসিন্দারা বলছেন, তারা গত নভেম্বরের পর এই প্রথম তিগ্রের আঞ্চলিক ইউনিফর্ম পরা সৈন্য দেখেছেন।তিগ্রেতে সরকার ও বিদ্রোহী দুই পক্ষের বিরুদ্ধেই গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে। সংঘাতে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে।