English Version
আপডেট : ২৮ জুন, ২০২১ ১১:৪৪

ইরাক-সিরিয়া সীমান্তে মার্কিন হামলায় নিহত ৫

অনলাইন ডেস্ক
ইরাক-সিরিয়া সীমান্তে মার্কিন হামলায় নিহত ৫

সিরিয়ার পূর্বাঞ্চলে ইরাকের সীমান্তবর্তী এলাকায় যুক্তরাষ্ট্রের হামলায় ইরান সমর্থিত ইরাকের সশস্ত্র গোষ্ঠীর পাঁচ যোদ্ধা নিহত হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। সোমবার (২৮ জুন) স্থানীয় সময় যুক্তরাজ্যভিত্তিক সিরীয় অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য জানিয়েছে।

সংস্থটি জানায়, নিহত ব্যক্তিদের মধ্যে একজন শিশু রয়েছে। এছাড়া আহত হয়েছেন ৩ জন।

স্থানীয় সময় গতকাল রোববার (২৭ জুন) সন্ধ্যায় পেন্টাগনের প্রেস সেক্রেটারি জন কিরবি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, যেসব স্থাপনা লক্ষ্য করে মার্কিন হামলা চালানো হয়, তা ইরানসমর্থিত মিলিশিয়া গ্রুপগুলো ব্যবহার করে আসছিল। এসব মিলিশিয়া গোষ্ঠী ইরাকে অবস্থানরত মার্কিনদের ওপর গাড়ি হামলা চালায়। এর পাল্টা জবাব দিতে বিমান হামলা চালানো হয়েছে।

পেন্টাগন বলে, হামলায় এফ-১৫ এস এবং এফ-১৬ এস বোমারু বিমান ব্যবহার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রবিবার  দিবাগত রাত একটায় এ বিমান হামলা হয়েছে বলে জানানো হয়।

পেন্টাগন ইরাকে এ ধরনের হামলার জন্য ইরানসমর্থিত মিলিশিয়া গোষ্ঠী খাতাইব হিজবুল্লাহ (কেএইচ) এবং খাতাইব সাইদ আল শুহাদাকে (কেএসএস) দায়ী করেছে।

পেন্টাগন ওই বিবৃতিতে আরও বলেছে, এ হামলার মধ্য দিয়ে প্রেসিডেন্ট জো বাইডেন পরিষ্কার বার্তা পাঠিয়েছেন। সেটি হলো আমেরিকার স্বার্থকে ক্ষতিগ্রস্ত করে—এমন যেকোনো আঘাতে এভাবেই প্রতিক্রিয়া দেখানো হবে।হামলার পর মার্কিন বিমানগুলো নিরাপদে ফিরে এসেছে বলেও পেন্টাগনের বিবৃতিতে জানানো হয়েছে। ক্যাম্প ডেভিডে সপ্তাহ কাটিয়ে হোয়াইট হাউসে ফেরার পথে সাংবাদিকেরা এ নিয়ে প্রশ্ন করলে প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, এ নিয়ে তিনি পরদিন কথা বলবেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের ক্ষমতা গ্রহণের পর মিলিশিয়াদের ওপর এটি দ্বিতীয় হামলার ঘটনা।গত ফেব্রুয়ারি মাসে ইরানসমর্থিত মিলিশিয়াদের ওপর যুক্তরাষ্ট্রের হামলায় ২০ জন নিহত হন।