English Version
আপডেট : ২৬ জুন, ২০২১ ১৩:১১

জার্মানিতে ছুরিকাঘাতে তিনজনের প্রাণহানি, আহত ৫

অনলাইন ডেস্ক
জার্মানিতে ছুরিকাঘাতে তিনজনের প্রাণহানি, আহত ৫

জার্মানিতে এক ব্যক্তির এলোপাতাড়ি ছুরিকাঘাতে কমপক্ষে তিনজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। দেশটির বাভারিয়া অঞ্চলের উজবুর্গ শহরে গতকাল শুক্রবার এ ঘটনা ঘটে। 

বাভারিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ইওয়াকিম হারমান বলেন, আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের বেঁচে থাকার সম্ভাবনা কম। 

পুলিশ বলেছে, ঘটনার পর সোমালিয়ার এক নাগরিককে (২৪) আটক করেছে পুলিশ। সোমালিয়ার ওই ব্যক্তি ২০১৫ সাল থেকে ওই উজবুর্গ শহরে বসবাস করেন। তিনি মানসিক রোগের চিকিৎসা নিচ্ছিলেন। সেখানে আর কোনো হামলার আশঙ্কা নেই। তবে এই হামলার কারণ এখনো জানা যায়নি। ঘটনার তদন্ত করছে চালাচ্ছে পুলিশ।