English Version
আপডেট : ২৬ জুন, ২০২১ ১২:২৮

কলম্বিয়ান প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারে একাধিকবার গুলি

অনলাইন ডেস্ক
কলম্বিয়ান প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারে একাধিকবার গুলি

কলম্বিয়ার প্রেসিডেন্ট ইভান ডুকুয়েকে বহনকারী হেলিকপ্টারে একাধিকবার গুলি করার ঘটনা ঘটেছে। এ ঘটনাকে কলম্বিয়ার প্রেসিডেন্ট 'কাপুরোষচিত' বলে আখ্যা দিয়েছেন। স্থানীয় সময় শুক্রবারের এ হামলায় কেউ হতাহত হননি বলে জানিয়েছেন প্রেসিডেন্টের মুখপাত্র। হামলা জড়িতদের খুঁজে বের করতে দেশটির নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।

প্রেসিডেন্টকে নিয়ে হেলিকপ্টারটির নর্টে ডি সানতানদের প্রদেশের কুকুতায় যাওয়ার কথা ছিল। এ সময় তার সঙ্গে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী দিয়েগো মোলানো, স্বরাষ্ট্রমন্ত্রী ড্যানিয়েল পালাসিওস এবং নর্টে ডি সানতানদের প্রাদেশের গভর্নর সিলভানো সেরানো। 

অবতরণের প্রস্তুতি নেয়ার আগ মুহূর্তে হেলিকপ্টারের আরোহীরা ইঞ্জিনে আঘাতের শব্দ পান। হামলার পর এক ভিডিওবার্তায় কলম্বিয়ার প্রেসিডেন্ট বলেন, ‘আমাদের অবস্থান শক্তিশালী এবং এ ধরনের হুমকি মোকাবিলার যথেষ্ট সামর্থ্য কলম্বিয়ার আছে।’