English Version
আপডেট : ২৬ জুন, ২০২১ ১১:৪০

অস্ট্রেলিয়ায় একসঙ্গে খেলবেন লারা-যুবরাজরা?

অনলাইন ডেস্ক
অস্ট্রেলিয়ায় একসঙ্গে খেলবেন লারা-যুবরাজরা?

অস্ট্রেলিয়ার ক্লাব ক্রিকেটে খেলতে পারেন যুবরাজ সিং, ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্স এবং ব্রায়ান লারা। মেলবোর্নের একটি ক্রিকেট ক্লাবের পক্ষ থেকে তাঁদের সঙ্গে কথা বলা হয়েছে। এক সময় আন্তর্জাতিক ক্রিকেটে যারা দাপট দেখিয়েছেন, তেমন বেশ কিছু ক্রিকেটারকে দলে চাইছে অস্ট্রেলিয়ার মুলগ্রেভ ক্রিকেট ক্লাব।

ইতিমধ্যেই শ্রীলঙ্কার তিলকরত্নে দিলশান এবং উপুল থারাঙ্গার সঙ্গে কথা পাকা হয়ে গেছে। প্রশিক্ষক হিসেবে থাকবেন সানাত জয়সুরিয়া। মেলবোর্নের তৃতীয় শ্রেণির এই ক্লাবটির প্রধান মালিন পুল্লেনায়গম বলেন, “আন্তর্জাতিক মঞ্চ থেকে অবসর নেওয়া ক্রিকেটারদের নিয়ে দল গড়তে চাইছি আমরা। ইতিমধ্যেই দিলশান, থারাঙ্গা, জয়সুরিয়াদের মতো ক্রিকেটারদের সঙ্গে কথা হয়েছে। যুবরাজ এবং গেইলের সঙ্গেও কথা চলছে। ওদের দলে পাওয়ার ব্যাপারে আমরা প্রায় ৯০ শতাংশ নিশ্চিত।”

ক্লাবটি আরও স্পনসর খুঁজছে যাতে যুবরাজদের মতো ক্রিকেটারদের সই করাতে পারে। টি-২০ প্রতিযোগিতা খেলবে এই দলটি। গ্রুপ লিগে ৩টি ম্যাচ এবং নক আউট পর্বে ৩টি ম্যাচ খেলা হবে।