English Version
আপডেট : ২৪ জুন, ২০২১ ১৫:৩৫

নন্দীগ্রাম মামলা : এজলাস বদলের রায় মুলতুবি রাখল আদালত

অনলাইন ডেস্ক
নন্দীগ্রাম মামলা : এজলাস বদলের রায় মুলতুবি রাখল আদালত

ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে ভোট গণনা মামলার এজলাস বদলের আবেদন নিয়ে আপাতত কোনও রায় ঘোষণা করেননি কলকাতা হাইকোর্ট। আজ বৃহস্পতিবার মামলার শুনানির পর আপাতত রায় দান মুলতুবি রাখা হয়েছে। আজ হাইকোর্টে শুনানি হয় নন্দীগ্রাম ভোট গণনা মামলার। এদিনের শুনানিতে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত, সম্প্রতি অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীকে নন্দীগ্রামে বিজয়ী ঘোষণা করা হয়। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা। শুভেন্দুও একসময় তৃণমূলে ছিলেন।  

সেই নন্দীগ্রামেই ভোট গণনা বিষয়ে করা মামলায় আজ সকাল ১১টায় শুনানি শুরু হয় বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চে। মমতার হয়ে সওয়াল করেন অভিষেক মনু সিঙ্ঘভি। এদিন শুনানি শুরু হওয়ার আগেই কৌশিক চন্দের এজলাসের বাইরে অবস্থান শুরু করেন বার কাউন্সিলের আইনজীবীরা। এজলাস বদলের জন্য আবেদন করেন মুখ্যমন্ত্রীর আইনজীবী। তিনি বিচারপতিকে বলেন, 'বিচারপতি চন্দ, আপনার সঙ্গে বিজেপির সম্পর্ক রয়েছে। আপনি সংশ্লিষ্ট দলের লিগ্যাল সেলের প্রধান ছিলেন।' সেক্ষেত্রে নিরপেক্ষ রায় দান নিয়ে প্রশ্ন তোলেন মমতার আইনজীবী।বিচারপতি কৌশিক চন্দ অভিষেক মনু সিঙ্ঘভিকে বলেন, 'আপনার সঙ্গেও কংগ্রেসের যোগ রয়েছে। তারপরও আপনি মুখ্যমন্ত্রী মমতার হয়ে মামলা লড়ছেন। ১৮ জুন যখন এই মামলার শুনানি হয়েছি তখনও তাকে এজলাস বদলের বিষয়ে কিছু জানানো হয়নি। বাড়ি ফিরে এই বিষয় সংবাদ মাধ্যম থেকে জানতে পারি।'

প্রধান বিচারপতির কাছে বেঞ্চ বদলের আবেদন জানিয়েও কেন তার কাছে ফের আবেদন জানানো হচ্ছে, প্রশ্ন তোলেন কৌশিক চন্দ। তিনি বলেন, 'প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্টের প্রশাসনিক প্রধান। তাহলে এই আবেদন কেন?'

তবে নন্দীগ্রাম মামলা অন্য বেঞ্চে সরিয়ে নিয়ে যাওয়ার বিষয়টি বিবেচনা করে দেখার আশ্বাস দিয়েছেন হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ। তিনি বলেছেন, ‘‘আচ্ছা। ঠিক আছে। আপনাদের দাবি বিবেচনা করছি। আপাতত এই নির্দেশ মুলতুবি থাকল।’’