English Version
আপডেট : ২৪ জুন, ২০২১ ১৩:৫২

কারাগারে অ্যান্টিভাইরাস ম্যাকাফি’র প্রতিষ্ঠাতার আত্মহত্যা

অনলাইন ডেস্ক
কারাগারে অ্যান্টিভাইরাস ম্যাকাফি’র প্রতিষ্ঠাতার আত্মহত্যা

অ্যান্টি ভাইরাস ম্যাক্যাফি’র প্রতিষ্ঠাতা জন ম্যাক্যাফি কারাগারে আত্মহত্যা করেছেন। বুধবার স্পেনের একটি কারাগারে আত্মহত্যা করেন তিনি। কর ফাঁকির মামলায় স্পেনের আদালত তাঁকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়ার অনুমোদন দেওয়ার পর পরই তিনি আত্মহত্যা করেন । কর্মকর্তারা এ খবর জানান। স্পেনের বার্সেলোনার কাছে ব্রায়ানস টু পেনিটেনসারি কারাগারের একজন মুখপাত্র জানান, ৭৫ বছর বয়সী ম্যাকাফিকে তার সেলে মৃত অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিকভাবে একে আত্মহত্যাই মনে করা হচেছ।

ব্রিটিশ-অ্যামেরিকান আলোচিত ও সমালোচিত এই সফটওয়্যার নির্মাতাই প্রথম অ্যান্টিভাইরাস বাজারজাত করেন। তার ‘ম্যাকাফি ভাইরাসস্ক্যান’ প্রতিষ্ঠানটি কম্পিউটার জগতে মাল্টি বিলিয়ন ডলারের কার্যক্রম বাড়ায়। তবে শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি ৭.৬ বিলিয়ন ডলারে ইন্টেলের কাছে বিক্রি করে দেন জন ম্যাকাফি।

গত বছরের অক্টোবরে তুরস্কের উদ্যেশ্যে বিমানে চড়ার ঠিক আগ মুহুর্তে স্পেনে পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন ম্যাকাফি। তার বিরুদ্ধে উদ্ভট সব কাণ্ডের কারণে তার বিরুদ্ধে বহু অভিযোগ ছিল। প্রতিবেশীকে খুন, রিয়েল এস্টেটের ব্যবসার আড়ালে ট্যাক্স ফাঁকি, ক্রিপ্টোকারেন্সিসহ বহু স্ক্যান্ডাল কাণ্ডে তিনি কিছুদিন পরপর আলোচনায় আসেন।