English Version
আপডেট : ২৩ জুন, ২০২১ ১৬:২৯

জাপানে কর্মদিবস ৪ দিনে কমিয়ে আনার প্রস্তাব

অনলাইন ডেস্ক
জাপানে কর্মদিবস ৪ দিনে কমিয়ে আনার প্রস্তাব

কর্মদিবস সপ্তাহে পাঁচ দিনের পরিবর্তে চার দিন করার পক্ষে জাপান সরকার। সম্প্রতি মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী ইউশিহিদে সুগা সরকার তার বার্ষিক অর্থনৈতিক নীতি নির্দেশিকায় চার দিনের কর্মদিবস অন্তর্ভুক্ত করার বিষয়টি চূড়ান্ত করেছে। 

জাপান সরকার বলছে, এটি করলে যে সুবিধা পাওয়া যাবে, তা হলো পরিবারের সদস্যদের আরও ভালোভাবে যত্ন নেওয়া সম্ভব হবে। পরিবারের সদস্যদের যত্ন নিতে পারছি না- এ কারণে চাকরি ছাড়ার প্রবণতা কমবে। পড়াশোনা করার সুযোগ পাবেন। আরও বেশি কর্মসংস্থানে সাহায্য করবে।

জাপানে জন্মহার ধারাবাহিকভাবে কমছে। কর্মদিবস কমিয়ে আনলে নাগরিকরা ব্যক্তিগত জীবনের জন্য সময় বের করতে পারবেন বলে প্রত্যাশা জাপান সরকারের। এছাড়া সপ্তাহে ছুটি থাকলে অনেকে বেড়াতে বের হবেন এবং তা দেশের অর্থনীতিতেও ইতিবাচক ভূমিকা রাখবে। বাড়তি ছুটিতে কেউ চাইলে নিজের ইচ্ছেমতো অন্য কোনো কাজেও যুক্ত হতে পারবেন।