English Version
আপডেট : ২৩ জুন, ২০২১ ১৩:৫৪

ভূমিকম্পে কেঁপে উঠল পেরু

অনলাইন ডেস্ক
ভূমিকম্পে কেঁপে উঠল পেরু

সম্প্রতি পেরু-ব্রাজিল সীমান্ত প্রায় ৭.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল। পেরুর রাজধানী লিমা এবং কেন্দ্রীয় উপকূলীয় শহরে শক্তিশালী এ ভূমিকম্প আঘাত হেনেছে। পুয়ের্তো মালদোনাদোর উত্তর-পশ্চিমে প্রায় আড়াইশ কিলোমিটার অঞ্চল জুড়ে অনুভূত হয়েছে কম্পন। খবর গ্লোবাল নিউজ

ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) রিপোর্টে বলা হয়েছে, বুধবার (২৩ জুন)  ভোর ৪টা ৪ মিনিটের দিকে এই ভূমিকম্প হয়। যার গভীরতা ছিল অন্তত ৬১০ কিলোমিটার। পেরুর পুকাল্পা শহরে পর পর দু’টি কম্পন অনুভূত হয়। ভূমিকম্পটির কেন্দ্র ছিল মালা থেকে ৩৩ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং লিমা থেকে প্রায় ১শ কিলোমিটার দক্ষিণে।

পেরুর ভূতাত্ত্বিক জানিয়েছে,  ভূমিকম্পের সময় তীব্র কম্পনে লোকজনের মধ্যে ভয় ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাজধানী লিমাতে প্রায় ৯৭ লাখ মানুষের বসবাস। পেরুর মোট জনসংখ্যার এক তৃতীয়াংশই রাজধানীতে বসবাস করে।

এদিকে পেরুর বিভিন্ন পর্যবেক্ষণ সংস্থা বলছে, ভূমিকম্প থেকে সুনামি হওয়ার সম্ভাবনা নেই। প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ারে অবস্থানের কারণে প্রতি বছরই পেরুতে প্রায় ডজনখানেক ভূমিকম্প আঘাত হানে।

তবে এখন পর্যন্ত এই ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতির খবর ও পাওয়া যায়নি।