English Version
আপডেট : ২৩ জুন, ২০২১ ১২:৩৩

কানাডায় ভারতের ভ্রমণ নিষেধাজ্ঞা ২১শে জুলাই পর্যন্ত বর্ধিত

অনলাইন ডেস্ক
কানাডায় ভারতের ভ্রমণ নিষেধাজ্ঞা ২১শে জুলাই পর্যন্ত বর্ধিত

ভারত থেকে কানাডার ভ্রমণ নিষেধাজ্ঞা আরো ৩০ দিন বাড়ানো হয়েছে। তবে কানাডা পাকিস্তান থেকে আসা যাত্রীদের ভ্রমণের অনুমতি দিয়েছে এবং তারা বিমান নিষেধাজ্ঞার শিকার হবে না।

কানাডার পরিবহনমন্ত্রী ওমর আলঘাব্রা বলেছেন, ‌ভারতে কোভিড -১৯ এর সংখ্যা এখনও অনেক বেশি থাকায় আমরা ঐ দেশের জন্য আমাদের বিমানের বিধিনিষেধ বাড়িয়ে দিয়েছি, আমরা ক্রমবর্ধমান পরিস্থিতি মূল্যায়ন এবং যথাযথ ব্যবস্থা নির্ধারণ করে এগিয়ে যাচ্ছি।

গত সপ্তাহে, মার্কিন যুক্তরাষ্ট্রসহ সমস্ত দেশগুলির সাথে কানাডার সীমান্ত বিধিনিষেধ ২০২১ সালের ২১ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। জনসুরক্ষা মন্ত্রী বিল ব্লেয়ার একটি টুইটের মাধ্যমে এই সংবাদটির সত্যতা নিশ্চিত করেছেন।উল্লেখ্য, কানাডার অভ্যন্তরে বাইরের দেশ থেকে যেন কোভিড-১৯ ভেরিয়েন্ট আসতে না পারে সেজন্যে কানাডা সরকার ইন্ডিয়া ও পাকিস্তানের যাত্রীদের সব ধরনের ফ্লাইট কানাডা প্রবেশে গত ২২ শে এপ্রিল প্রথম ৩০ দিনের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছিল। ২২ মে এক মাসের মেয়াদ শেষ হতে না হতেই নতুন করে আরো এক মাসের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এখন তা বাড়িয়ে ২১ শে জুলাই পর্যন্ত বর্ধিত করা হয়েছে। তবে ভ্যাকসিন এবং প্রতিরক্ষামূলক সরঞ্জাম বহনকারী কার্গো বিমানগুলি কানাডায় প্রবেশের অনুমতি অব্যাহত থাকবে।

যদিও যাত্রীরা এখনও ভারত থেকে কানাডায় আসতে পারবেন, তবে তা তাদের অপ্রত্যক্ষ পথের মাধ্যমে করতে হবে এবং তাদের প্রস্থানের শেষ পয়েন্ট থেকে কোভিড-১৯ পরীক্ষা করতে হবে যার ফলাফল অবশ্যই নেগেটিভ হতে হবে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও কানাডার সীমান্ত ইতিমধ্যে গত বছর থেকে বন্ধ রয়েছে। গতবছরের মার্চ মাস থেকে এটি অব্যাহত ভাবে বন্ধ রয়েছে।

বিশিষ্ট কলামিস্ট, উন্নয়ন গবেষক ও সমাজতাত্ত্বিক বিশ্লেষক মোঃ মাহমুদ হাসান বলেন, কোভিড কালের শুরু থেকেই জাস্টিন ট্রুডোর সরকার আগাম সতর্কতা নিতে পিছপা হননি। দক্ষিণ এশিয়ায় কোভিড-১৯ এর নতুন নতুন ভ্যারিয়েনটের ব্যাপক উপস্থিতিতে  বিমান যোগাযোগের ৩০ দিন বাড়ানোর ঘোষণাটি নিঃসন্দেহে প্রশংসনীয়। আর ভ্যাক্সিন প্রদানের গতিকে আরও দ্রুততর না করা অবধি জনমনে শঙ্কা দূরীকরণে এমন সতর্কতামূলক পদক্ষেপে নিয়ে এগুনো ছাড়া অন্য কোন বিকল্প ও দৃশ্যমান নয়।

অন্যদিকে কানাডায় গত বছরের মার্চ মাসে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় ব্রিটিশ কলম্বিয়ায়। তারপর থেকেই দেশটির সরকার দেশের নাগরিকদের সুস্বাস্থ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও শক্তিশালী করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। বিশেষ করে দেশটির নাগরিকদের স্বাস্থ্যের উপর গুরুত্বারোপ করেই ভারতের সাথে ফ্লাইট স্থগিত আরো ৩০ দিন বাড়ানো হয়েছে। তাছাড়াও নাগরিকরা যেন দ্রুত ভ্যাকসিনেশনের আওতায় আসে সেদিকেও কঠোর পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার।

সর্বশেষ তথ্য অনুযায়ী, কানাডায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ৯ হাজার ৬ শত ৭ জন, মৃত্যুবরণ করেছেন ২৬ হাজার ৮৪ জন এবং সুস্থ হয়েছেন ১৩ লাখ ৭২ হাজার ৪শত ৯১ জন।