English Version
আপডেট : ২৩ জুন, ২০২১ ১১:৫০

আমেরিকাকে ঘাঁটি গড়তে দিলে সন্ত্রাসীদের লক্ষ্যবস্তুতে পরিণত হবে পাকিস্তান: ইমরান খান

অনলাইন ডেস্ক
আমেরিকাকে ঘাঁটি গড়তে দিলে সন্ত্রাসীদের লক্ষ্যবস্তুতে পরিণত হবে পাকিস্তান: ইমরান খান

অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে আমেরিকাকে পাকিস্তানে আর কোনও ঘাঁটি গড়তে দেওয়া হবে না বলে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান।

তিনি বলেন, আফগানিস্তানে শান্তির প্রশ্নে একসঙ্গে কাজ করবে পাকিস্তান। তবে আমেরিকাকে পাকিস্তানে কোনও ঘাঁটি গড়তে দেওয়া হবে না।

প্রভাবশালী মার্কিন সংবাদপত্র ওয়াশিংটন পোস্টে এক নিবন্ধে এ কথা লেখেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।তার মতে, এ ধরনের পদক্ষেপ নেওয়া হলে পাকিস্তান সন্ত্রাসীদের জিঘাংসার লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে।

চলতি বছর সেপ্টেম্বর মাসের মধ্যে যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে সব মার্কিন সৈন্য প্রত্যাহারের পরিকল্পনা করছে, তখন এমন মন্তব্য করলেন ইমরান খান।

তিনি লেখেন, সমর্থন দেওয়ার প্রশ্নে অতীতে আফগানিস্তানে লড়াইরত প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোর মধ্য থেকে একটিকে বেছে নিয়ে পাকিস্তান ভুল করেছে।

তিনি বলছেন, এখন যে দলই আফগান জনগণের আস্থাভাজন হবে, পাকিস্তান তার সঙ্গেই কাজ করে যাবে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র ও তার দেশের স্বার্থ এখন একই। তা হলো, আফগানিস্তানের স্থিতিশীলতা ও সন্ত্রাসবাদের অবসান।