English Version
আপডেট : ২১ জুন, ২০২১ ১৫:০৭

মালয়েশিয়ায় ১০২ বাংলাদেশি আটক

অনলাইন ডেস্ক
মালয়েশিয়ায় ১০২ বাংলাদেশি আটক

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী হিসেবে ১০২ জন বাংলাদেশিসহ ৩০৯ জনকে আটক করা হয়েছে। এ নিয়ে এই মাসে দুই দফায় মালয়েশিয়ায় ১৬৪ জন বাংলাদেশিকে আটক করা হলো। মালয়েশিয়ার গণমাধ্যম ফ্রি মালয়েশিয়া টু ডে এ খবর প্রকাশ করেছে।

সোমবার (২১ জুন) দেশটির অভিবাসন কর্তৃপক্ষ তাদের আটক করে। আটককৃত ৩০৯ জনের এদের মধ্যে বাংলাদেশের ১০২ জন, ইন্দোনেশিয়ার ১৯৩ জন, ভিয়েতনামের চার জন, ভারতের দুই জন ও মিয়ানমারের আট জন নাগরিক রয়েছেন।

সম্পর্কিত খবরমালয়েশিয়ায় ৩০৯ অবৈধ অভিবাসী গ্রেপ্তারমালয়েশিয়ায় ফ্লাইওভার ধসে ২ বাংলাদেশি আহতটিকার জন্য নিবন্ধন করেছেন ৪ লাখ প্রবাসীভোরে মালয়েশিয়ার অভিবাসন দপ্তরের কর্মকর্তারা সেলাঙ্গার প্রদেশের ডেঙ্গকিল শহরের একটি নির্মাণাধীন অবকাঠামোর কাছে অভিবাসী অধ্যুষিত আবাসিক এলাকায় অভিযান চালায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত ওই অভিযানের সময় ৭১৫ জনকে জেরা করা হয়। এর মধ্যে মালয়েশিয়ায় বৈধভাবে অবস্থানের জন্য প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৩০৯ জনকে আটক করা হয়। তাঁদের মধ্যে ১০২ জন বাংলাদেশি, ১৯৩ জন ইন্দোনেশিয়ার, মিয়ানমারের ৮ জন, ভিয়েতনামের ৪ জনকে আটক করা হয়েছে। বাকি দুজনের পরিচয় জানা যায়নি।

আটকদের প্রথমে কোভিড-১৯ টেস্ট করা হবে পরে সেমেনিয়াহ ডিটেনশন সেন্টারে পাঠিয়ে দেয়া হবে বলে জানিয়েছে অভিবাসন বিভাগ। সংশ্লিষ্ট বিভাগের মহাপরিচালক খায়রুল দাযাইমি দাউদ জানিয়েছেন, স্থানীয় জনগণের কাছ থেকে অভিযোগ পেয়ে গোপনে অভিযান পরিচালনা করে দেখা যায় মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (পিকেপি) লকডাউন এবং স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি (এসওপি) বিধিনিষেধ না মেনে, অস্বাস্থ্যকর পরিবেশে গাদাগাদি করে থাকছেন অভিবাসীরা।

অভিবাসন বিভাগ বলছে, বিভিন্ন অপরাধে ২০ থেকে ৫২ বছর বয়সের এই বিদেশিদের ১৯৫৯/৬৩ এর ইমিগ্রেশন আইন এবং ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ এর আওতায় আটক করা হয়েছে।

এর আগে, গত ৬ জুন দেশটির সাইবারজায়ার একটি বিল্ডিং নির্মাণ স্থাপনা থেকে ৬২ বাংলাদেশিসহ ১৫৬ জন অভিবাসীকে আটক করা হয়।