English Version
আপডেট : ১৯ জুন, ২০২১ ১২:১৫

পেরুতে বাস দুর্ঘটনায় নিহত ২৭

অনলাইন ডেস্ক
পেরুতে বাস দুর্ঘটনায় নিহত ২৭

পেরুতে খনি শ্রমিকদের বহনকারী একটি বাস উল্টে খাদে পড়ে গেলে ২৭ যাত্রী নিহত এবং আরও ১৩ জন আহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলের একটি খনি থেকে অর্ধশত শ্রমিককে নিয়ে ফেরার পথে ওই দুর্ঘটনা ঘটে। খবর আনাদোলুর।

দেশটির কর্তৃপক্ষ শুক্রবার এক বিবৃতিতে বলেছে, বাসটি পেল্লানকাটা এলাকার ওই খনি থেকে শ্রমিকদের নিয়ে আরেকিপা শহরের দিকে যাচ্ছিল।পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি গভীর খাদে পড়ে গেলে ওই হতাহতের ঘটনা ঘটে।

খবর পেয়ে উদ্ধারকর্মীরা দুর্ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। এদের মধ্যে গুরুতর আহত ১৩ জনকে নাজকা নামে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেশটির পাহাড়ি রাস্তায় প্রতি বছর ৩ হাজারের বেশি মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যায়।

এছাড়া পরিসংখ্যান বলছে, দেশটির এ ধরনের পাহাড়ি রাস্তায় দুর্ঘটনার শিকার হয়ে বছরে ৩ সহস্রাধিক মানুষ মারা যায়।