English Version
আপডেট : ১৭ জুন, ২০২১ ১২:২১

আফগানিস্তানজুড়ে বিক্ষিপ্ত সংঘর্ষ, ২৪ ঘণ্টায় ১০০ তালেবান ও ৮০ সৈন্য নিহত

অনলাইন ডেস্ক
আফগানিস্তানজুড়ে বিক্ষিপ্ত সংঘর্ষ, ২৪ ঘণ্টায় ১০০ তালেবান ও ৮০ সৈন্য নিহত

আফগানিস্তানের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে অন্তত ১০০ তালেবান ও ৮০ আফগান সৈন্য নিহত হয়েছে। দেশটির বিভিন্ন গণমাধ্যম এই খবর দিয়েছে।

আফগানিস্তানের প্রভাবশালী নিউজ চ্যানেল ‘তোলো নিউজ’ জানিয়েছে, উত্তর-পূর্বাঞ্চলীয় বাদাখশান’সহ দেশটির বিভিন্ন প্রদেশের ৭০টি জেলায় তালেবানের সঙ্গে আফগান সেনাবাহিনীর সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

উত্তরাঞ্চলীয় বাগলান প্রদেশে আফগান সেনবাহিনীর একটি চেকপোস্টের কাছে গাড়িবোমা হামলায় বেশ কয়েকজন সৈন্য হতাহত হন। বাগদিস প্রদেশে তালেবানের অতর্কিত হামলার সময় প্রায় ১০০ সরকারি সৈন্য তালেবানের কাছে আত্মসমর্পন করে বলে জানায় তোলোনিউজ।এছাড়া, একদল সশস্ত্র তালেবান উরুজগান প্রদেশের চারচেনো জেলা সদরের শহরতলী পর্যন্ত পৌঁছে যাওয়ার পর সেনাবাহিনীর সঙ্গে তাদের প্রচণ্ড সংঘর্ষ হয়। তবে সেনাবাহিনী শেষ পর্যন্ত শহরের পতন ঠেকাতে সমর্থ হয়েছে।

২০২০ সালের গোড়ার দিকে আফগানিস্তানের তালেবানের সঙ্গে এক শান্তি চুক্তি অনুযায়ী দেশটি থেকে সেনা প্রত্যাহার করতে ব্যর্থ হয় আমেরিকা। এর জের ধরে আফগানিস্তানে তালেবানের সহিংস হামলা বেড়ে গেছে।