English Version
আপডেট : ১৭ জুন, ২০২১ ১০:৩৫

রাত্রিকালীন কারফিউ তুলে নেওয়া হচ্ছে ফ্রান্সে

অনলাইন ডেস্ক
রাত্রিকালীন কারফিউ তুলে নেওয়া হচ্ছে ফ্রান্সে

ফ্রান্সে তুলে নেওয়া হচ্ছে রাত্রিকালীন কারফিউও। এছাড়া মাস্ক পরার বিধিনিষেধও তুলে নেওয়া হচ্ছে। গতকাল বুধবার কর্তৃপক্ষ জানিয়েছে এই সপ্তাহান্তে ৮ মাসের রাতের কারফিউ বন্ধ হচ্ছে এবং সবসময় মাস্ক পরে থাকা বাধ্যতামূলক থাকছে না। খবর এপি'র।

ফ্রান্সের এক নাগরিক বলেন, এটি আসলে আমাদের জন্য একধরনের স্বাধীনতা‌ বলা চলে। প্রায় দেড় বছর ধরে মাস্ক পরিধান করে অনেকটা বন্দি ছিলাম আমরা। এখন মুক্ত বাতাসের শ্বাস নিতে পারব আমরা। 

করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার (১৭ জুন) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ৯ হাজার ২৪৬ জন এবং আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৭১ হাজার ৯৪৪ জন।এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মৃত্যু হলো ৩৮ লাখ ৪৮ হাজার ১৬৯ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৭ কোটি ৭৭ লাখ ৮৮ হাজার ৩৮০ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ কোটি ২২ লাখ ৮৫ হাজার ৯৬৭ জন।

আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৫৭ লাখ ৪৪ হাজার ৫৮৯ জন। ভাইরাসটিতে মারা গেছেন এক লাখ ১০ হাজার ৫৩৪ জন।